Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক-সিরিয়ার পাশে উয়েফা-ইপিএল

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের শিকার তুরস্ক ও সিরিয়ার সাহায্যে এগিয়ে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ পাউন্ড অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এছাড়া, ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা উয়েফা এবং উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন তুরস্ক ও সিরিয়ায় মানবিক কার্যক্রমে সহায়তা করার জন্য প্রাথমিকভাবে ২ লাখ ইউরো দিয়েছে।
গত সোমবার স্থানীয় সময় ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশ দুটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৩ হাজারের বেশি। গতপরশু এক বিবৃতিতে শোক প্রকাশ করে অর্থ সাহায্যের ঘোষণা দেয় ইংল্যান্ডের শীর্ষ লিগ কর্তৃপক্ষ। পাশাপাশি প্রিমিয়ার লিগে এই সপ্তাহান্তের ম্যাচগুলোতে খেলোয়াড় ও কর্মকর্তারা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ