Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অ্যাপার্টমেন্টের লিফটে মার্কিন কংগ্রেসওম্যানের ওপর হামলা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নিজের অ্যাপার্টমেন্ট ভবনের লিফটে হামলার শিকার হয়েছেন মিনেসোটা থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসওম্যান অ্যাঞ্জি ক্রেইগ। হামলার শিকার হয়ে তিনিও লড়াই করেছেন। হামলাকারীর গায়ে গরম কফি ঢেলে দেন তিনি। পরে হামলাকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ এসব তথ্য তুলে দরেছে। হামলাকারী সন্দেহে গ্রেফতারকৃতের নাম কেন্ড্রিক হ্যামলিন। তার বিরুদ্ধে কংগ্রেসওম্যানকে ঘুষি ও গলা চেপে ধরার অভিযোগ আনা হয়েছে। ২৬ বছর বয়সী হ্যামলিনের কোনও নির্দিষ্ট ঠিকানা নেই। হামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচনা করা হচ্ছে না। ২০১৮ সালের ডেমোক্র্যাট দল থেকে কংগ্রেসে নির্বাচিত হন। চার সন্তানের জননী এই নেতার বয়স ৫০ বছর। তিনি কংগ্রেশনাল ইকুয়ালিটি ককাসের কো-চেয়ারওম্যান। পুলিশ জানিয়েছে, গ্রিনিচ মান সময় ১২ টা ১০ মিনিটে অ্যাঞ্জি ক্রেইগ হামলার শিকার হন। তার চিফ অব স্টাফ নিক কোয়ে এক বিবৃতিতে বলেছেন, হামলা থেকে নিজেকে রক্ষার চেষ্টা করেছেন ক্রেইগ। সামান্য আচড় লেগেছে, কিন্তু শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি ৯১১ জরুরি সেবায় ফোন দেন এবং হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চিফ অব স্টাফ আরও বলেছেন, ক্রেইগ ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগকে দ্রুত সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ