Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেলারুশ-পোল্যান্ড উত্তেজনা বাড়ছে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইউক্রেনে রুশ অভিযানের বর্ষপূর্তির আর বেশি দেরি নেই। ইউক্রেন ও পশ্চিমারা বলছে, বর্ষপূর্তিকে উপলক্ষ ধরে বড় ধরনের হামলার ছক কষছে রাশিয়া। এমন পরিস্থিতির মধ্যে ইউক্রেনের দুই প্রতিবেশী রাশিয়ার মিত্র বেলারুশ ও ন্যাটো জোটের সদস্য পোল্যান্ডের মধ্যে বাড়ছে উত্তেজনা। নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে পোল্যান্ড বলেছে, বেলারুশ সীমান্তে গুরুত্বপূর্ণ ক্রসিং বাব্রোওনিকি শুক্রবার গ্রিনিচ মান সময় ১২টা থেকে বন্ধ করে দেওয়া হবে। পোল্যান্ডের এই সিদ্ধান্তের ফলে প্রায় বৈরী বেলারুশের সঙ্গে দেশটির সম্পর্ক আরও তলানিতে পৌঁছেছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর কট্টর বিরোধিতাকারী দেশ হলো পোল্যান্ড। গত বছর ২৪ ফেব্রুয়ারি বেলারুশের প্রধান মিত্র রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর কিয়েভের সবচেয়ে সোচ্চার সমর্থক পোল্যান্ড। পোলিশ সরকারের সীমান্ত ক্রসিং বন্ধের সমালোচনা করেছে বেলারুশ। তবে শুক্রবারের বিবৃতিতে তারা শুধু সমালোচনা করেই ক্ষান্ত হয়নি। আরেকটু এগিয়ে গিয়ে দেশটি বলেছে, পোল্যান্ডের এই সিদ্ধান্ত অযৌক্তিক এবং বিপজ্জনক। বেলারুশের সীমান্ত কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, পোলিশ কর্তৃপক্ষের এই পদক্ষেপের ফলে সীমান্তের উভয় পাশে ধস নামতে পারে। ক্রসিং বন্ধের পরিণতি হবে ভয়াবহ। এতে আরও বলা হয়েছে, ক্রসিংটি বন্ধ কার্যকর হওয়ার পর দুই দেশের মধ্যে ছয়টি সীমান্ত ক্রসিংয়ের মধ্যে মাত্র দুটি চালু থাকবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ