Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তায় বড় হুমকি নয় চীনা বেলুন : জো

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ‘নজরদারি বেলুন’ প্রসঙ্গে চীনকে কিছুটা আক্রমণ করেই কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার সেই চীনা বেলুন নিয়েই সুর বদলালেন তিনি। বললেন, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে আসা চীনা বেলুন দেশের নিরাপত্তায় বড় ধরনের কোনও লংঘন বা হুমকি সৃষ্টি করেনি। যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন ওড়ার ঘটনা নিয়ে কয়েকজন আইনপ্রণেতার সমালোচনার মুখে বাইডেন এমন কথা বলেছেন। ঘটনাটি নিয়ে তিনি বলেন, “আমি বলতে চাইছিৃ দেখুন এটি পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমাদের আকাশসীমায় চলে এসেছিল চীনা বেলুন। এটা আমাদের আকাশসীমা। এখানে কিছু এলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি।” চীনের সঙ্গে ঘটনাটি নিয়ে আলাপচারিতা চালিয়ে যাওয়ার চেষ্টা নিয়েছেন বাইডেন। দুই দেশের মধ্যে উত্তেজনা যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেটিই তার লক্ষ্য। তবে আমেরিকান-স্প্যানিশ ভাষার টিভি নিউজ প্রোগ্রাম ‘নোতিসিয়াস তেলেমুনদো’-তে এক সাক্ষাৎকারে বাইডেন একথাও জানিয়ে দিয়েছেন যে, চীনা বেলুনটিকে দ্রুতই ভূপাতিত করার বিষয়টি নিয়ে তার কোনও অনুতাপ নেই। তিনি বলেন, মার্কিন সামরিক কর্মকর্তারা এই ভেবে উদ্বিগ্ন ছিলেন যে, বেলুনটি ভূপাতিত করা হলে সেটির অবশেষ নেমে এসে নিচের জনবসতিতে ক্ষতির কারণ হতে পারে। “এ বিষয়টি একটি বিরাট ব্যাপার। বেলুনের ধ্বংসাবশেষ কোনও পল্লী এলাকার স্কুলের ওপর পড়লে কী হত? মাটিতে এসে পড়লে কী হত? তখন আমি তাদেরকে বলেছিলাম যত দ্রুত তারা এটিকে ভূপাতিত করতে পারে, ভূপাতিত করুক। তারা বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছে। তারা এটিতে পানিতে ভূপাতিত করেছে। তারা এটির অংশবিশেষ উদ্ধার করছে। আর সেগুলোও ভাল আছে,” বলেন বাইডেন।গত ২ ফেব্রুয়ারিতে বাইডেন বেলুনটিকে ভূপাতিত করার নির্দেশ দেন। তবে বেলুনটি পানির ওপরে অবস্থান না করা পর্যন্ত এটির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সামরিক বাহিনীর অনুরোধে তিনি রাজি হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে থাকা চীনা বেলুনকে ক্ষেপণাস্ত্র ছুড়ে গত শনিবার আটলান্টিক মহাসাগরে নামায় বাইডেন প্রশাসন। প্রথম থেকেই অভিযোগ ছিল, গোপন তথ্য জানতে হানা দিচ্ছে চীনের গুপ্তচর বেলুন। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ