Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা না সিলেট, কে যাবে ফাইনালে দেখে নিন একাদশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫৪ পিএম | আপডেট : ৮:১২ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

স্পোর্টস রিপোর্টার শেখ সাদী: টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের গ্রুপ পর্বের লড়াই। এবার শীর্ষে থাকা দলগুলো শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। সবার আগে বিপিএলের ফাইনালে পা রাখতে কাল মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স ও চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা এই দুই দলের প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল ফাইনাল খেলবে। তবে হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ পাবে। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা একাদশ নিয়েই মাঠে নামার ঘোষণা দিয়েছে তারা। চলুন এক নজরে দেখে নেয়া যাক ফাইনাল নিশ্চিত করতে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে কুমিল্লা ও সিলেট।

বিপিএলের ফাইনালের আগেই যেন ফাইনাল দেখবে দর্শকরা। কোটি টাকার শিরোপা জয়ের আশা ফাইনালে উঠতে রোববার মিরপুরে মুখোমুখি হবে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স ও ইমরুল কায়েসের চ্যাম্পিয়ন্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দুই দলের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তেমনি বিসিবিও ইতিমধ্যে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। এই ম্যাচে শক্তির বিচারে সিলেটের চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকছে বর্তমান চ্যাম্পিয়নরা।

কারণ চূড়ান্ত লড়াইয়ের আগে দলটি নিজেদের শক্তি আরও বৃদ্ধি করেছে। সবশেষ ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে দলে ভিড়িয়েছে শিরোপা প্রত্যাশীরা। তারকার সমৃদ্ধ দলটি হ্যাটট্রিক হারে বিপিএল শুরু করলেও এরপর থেকে উড়ছে। বিপিএলে টানা ৯ ম্যাচ জিতে রেকর্ড গড়েই কোয়ালিফাইয়ারে নামছে দলটি।


সিলেটও সমান ৯ ম্যাচ জিতে কোয়ালিফাইয়ারে মাঠে নামবে। তবে দলটি তাদের সেরা দুই পারফর্মার ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরকে হারিয়ে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। অবশ্য ভিক্টোরিয়ান্সরাও হারিয়েছে তাদের সেরা দুই তারকা ক্রিকেটারকে। মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ চলে গেছেন পিএসএল খেলতে। কিন্তু তাদের পরিবর্তে কুমিল্লার একাদশে থাকবেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ও ব্যাটার চাঁদউইক ওয়ালটন।

সেখানে সিলেট পারেনি নিজেদর শক্তি বৃদ্ধি করতে। সবশেষ, এক ম্যাচের জন্য দুই তারকা ইমাদ ও আমিরকে পাকিস্তানকে উড়িয়ে এনে শীর্ষে থেকে কোলিফাইয়ার নিশ্চিত করেছে দলটি। ফলে কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের মূল শক্তি এখন দেশী তারকা ক্রিকেটাররা। দলটিতে দারুণ ফর্মে রয়েছে তৌহিদ হৃদয়-জাকির আলী।


একই সাথে গ্রুপ পর্বের মুখোমুখি দুই ম্যাচে সমানে সমানে লড়াই করেছে তারা। প্রথম দেখায় কুমিল্লাকে ৫ উইকেটে হারায় সিলেট। মিরপুরে সেই ম্যাচে কুমিল্লা প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৯ রান তোলে ।


জবাবে মাশরাফির তৌহিদ হৃদয়ের ব্যাটিং ঝড়ে ১৪ বল হাতে রেখেই জয় দুলে নেয়। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেটকে ৫ উইকেটে হারিয়ে প্রতিশোধ নেয় ভিক্টোরিয়ান্সরা। সেই ম্যাচে সিলেট প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৩ রান তোলে। জবাবে কুমিল্লা এক ওভার থাকতেই ৫ উইকেটে জয় নিশ্চিত করে।

মোহাম্মদ রিজওয়ান চলে যাওয়াতে কুমিল্লার হয়ে ওপেনিংয়ে জুটি গড়বেন চাঁদউইক ওয়ালটন।
খুশদিল শাহ পরিবর্তে থাকবেন মঈন আলী। সেকানে সিলেটের ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরের পরিবর্তে একাদশে থাকবে জর্জ লিন্ড ও থিরারা পেরেরা।


কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ... লিটন দাস, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার চাঁদউইক ওয়ালটন। ইমরুল কায়েস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, জাকের আলী, মঈন আলী, আন্দ্রে রাসেল, খুশদিল শাহ, সুনীল নারিন, মুকিদুল ইসলাম, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রায়ান বার্ল, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), গুলবাদিন নায়েব, তানজিম হাসান সাকিব,ও রুবেল হোসেন। এছাড়া জর্জ লিন্ড ও মোহাম্মদ ইরফানের মধ্যে থেকে যে কেউ একদাশে সুযোগ পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ