গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
তুরষ্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নিহতদের স্মরণে শোকসভা এবং দোয়া অনুষ্ঠিত করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শনিবার (১১ই ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মালিবাগে অবস্থিত এনডিএম কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই শোকসভায় সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। দোয়ার পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, “স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুইদফা ভূমিকম্পে তুরষ্ক-সিরিয়া মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তুরষ্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপের কাছে উৎপত্তি হওয়ায় এর আঘাতে সিরিয়াতেও ব্যাপক প্রাণহানি হয়েছে এবং কেঁপে উঠেছে ফিলিস্তিন, সাইপ্রাস, লেবানন। আমাদের অগণিত মুসলমান ভাই-বোন এতে নিহত হয়েছেন। আমরা মহান আল্লাহ্র দরবারে তাঁদের শহীদী মর্যাদার জন্য দোয়া করছি। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এইঘটনায় শোক পালন করা হয়েছে এবং আমাদের সেনাবাহিনী তুরষ্কে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। এজন্য সরকারকে আমরা সাধুবাদ জানাই। তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মাধ্যমে আমরা দেশটির জনগণের উদ্দেশ্যে আমাদের সমবেদনা এবং সহমর্মিতা জানাচ্ছি। শতাব্দীর ভয়াবহতম এই মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থদের পাশে থাকতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানাচ্ছি। একইসাথে এইঘটনা থেকে শিক্ষা নিয়ে, ঘনবসতিপূর্ণ ঢাকা শহরে ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে পালন হচ্ছে কিনা এবং আকষ্মিক যেকোন দূর্যোগ মোকাবেলায় আমাদের রাষ্ট্রীয় প্রস্তুতি এবং সক্ষমতা যাচাই করতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি।“
শোকসভায় দোয়া পরিচালনা করেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। এতে আরও বক্তব্য রাখেন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান জনি, যুব আন্দোলনের সভাপতি আদনান সানি প্রমুখ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।