Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোপার জন্য আরও শক্তি বৃদ্ধি করল কুমিল্লা, বরিশালে রাজাপাকসা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৪ পিএম | আপডেট : ৩:২৬ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

বিপিএল শিরোপা জিততে শেষ মুহূর্তে দলগুলো তাদের শক্তি বাড়াতে উড়িয়ে আনছে বিদেশি খেলোয়াড়দের। যেমন কুমিল্লা তাদের শক্তি বাড়াতে ও শিরোপা ধরে রাখার মিশনে উড়িয়ে এনেছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকে।

ইতিমধ্যে ফরচুন বরিশালে যোগ দিয়েছেন লঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসা। চলতি বিপিএলে সবার আগে প্রথম থেকেই বিদেশি খেলোয়াড়দের আসা-যাওয়া লেগেই আছে। অনেক ক্রিকেটারই কয়েকটি ম্যাচ খেলেই অন্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে চলে গিয়েছেন।

অন্য লিগ খেলে বিপিএলে দলের সঙ্গে শেষ মুহূর্তে যোগ দিয়েছে। তাদের মধ্যে এমনই একজন খেলোয়াড় মঈন আলি। বিপিএলে আসার আগে মঈন সবশেষ খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে।

শুধু মঈন আলিই নয়, ভানুকা রাজাপাকসাও আইএল টি-টোয়েন্টিতে খেলে এসেছেন। তবে রাজাপাকসা তার দল দুবাই ক্যাপিটালসের হয়ে খুব ভালো করতে পারেননি। তিন ম্যাচ খেলে করেছেন মাত্র ১২ রান। এদিকে মঈন আলি কুমিল্লায় যোগ দেয়ার পর তার দল ফেসবুকে লিখেছে, ‘বিপিএল মাতাতে ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলি কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন। মঈন আলিকে কুমিল্লা ভিক্টোরিয়ানস পরিবারে স্বাগতম।’

বিপিএলের নবম আসরের শেষ চার দল নিশ্চিত হয়ে গেছে। রোববার (১২ ফেব্রুয়ারি) প্রথম এলিমিনেটরে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। একই দিন প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানস মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ