Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচার ছাড়াই সিটিকে দোষী বানানো হচ্ছে,দাবি গার্দিওলার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১২ এএম | আপডেট : ২:১৩ এএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিমিয়ার লিগ আর্থিক অনিয়মের অভিযোগ উঠার পর থেকে টালমাটাল ম্যানচেস্টার সিটি।ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের আনিত এই অভিযোগ প্রমাণিত হলে লীগে নিষেধাজ্ঞা ও পয়েন্ট হারাতে হতে পারে স্কাই ব্লুজদের। তবে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষের আর্থিক সচ্ছতার ব্যাপারে আত্মবিশ্বাসী  দলটির কোচ পেপ গার্দিওলা।
 
আগে সিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে সিটি কোচ গার্দিওলা বলেছিলেন, আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে পরদিনই তিনি ক্লাবের দায়িত্ব ছেড়ে দেবেন। দীর্ঘ চার বছর তদন্তের পর এবার ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভাঙার অভিযোগ এনেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। চার বছরের তদন্তে সিটির বিরুদ্ধে নাকি প্রায় ১০০ অনিয়মের ঘটনার সত্যতা পেয়েছে তারা।
 
তবে আগের মত এবারো সিটি নির্দোষ প্রমাণিত হবে গার্দিওলার প্রত্যাশা,দোষী প্রমাণিত হওয়ার আগেই জনগনের সামনে  সিটিকে 'দোষী' হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এতে যা ক্ষতি হওয়ার তা হয়েই গেছে।অভিযোগের ব্যাপারে তিনি বলেন,যখন তাদের বিরুদ্ধে (আর্থিক অনিয়ম) অভিযোগ উঠেছে আমি প্রশ্ন করেছি, বিষয়টি নিয়ে আমাকে ধারণা দিন। তারা আমাকে বলেছে, আমি বিশ্বাস করেছি। আমি তাদের বলেছি, যদি আপনারা আমাকে মিথ্যা বলেন, প্রমাণিত হওয়ার পরদিন আমি দায়িত্ব ছাড়ব। আমি আপনাদের ওপর আস্থা রাখছি। কারণ, আমি আপনাদের বিশ্বাস করি।
 
তবে এবার সিটির বিরুদ্ধে অভিযোগ গুরুতর। গত সোমবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সিটির বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত শতাধিক আর্থিক নিয়ম ভাঙার অভিযোগ গঠন করা হয়েছে


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ