Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরপর ১০০টি মহাকাশ যানের সফল উৎক্ষেপণ রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বৃহস্পতিবার বাইকোনুর মহাকাশ কেন্দ্র থেকে একটি সয়ুজ-২,১এ ক্যারিয়ার রকেটে করে প্রগ্রেস এমএস-২২ মালবাহী মহাকাশ যান উৎক্ষেপণ করেছে রাশিয়া। এর মাধ্যমে টানা ১০০তম সফল মহাকাশ যান উৎক্ষেপণের হয়ে মাইলফলক অর্জিত হয়েছে, রাশিয়ার রাষ্ট্র-চালিত মহাকাশ কর্পোরেশন রোসকসমস জানিয়েছে।
উৎক্ষেপণটি রাশিয়ার সফল মহাকাশ অভিযানের রেকর্ড-ব্রেকিং ধারা অব্যাহত রেখেছে। ‘অক্টোবর ২০১৮ থেকে এবং আজ অবধি, রাশিয়ান ক্যারিয়ার রকেটের মোট ১০০টি পরপর সফল মহাকাশ যান উৎক্ষেপণ করা হয়েছে,’ রোসকসমস এক বিবৃতিতে বলেছে। ১০০টি উৎক্ষেপণের মধ্যে ৪৬টি কাজাখস্তানের বাইকোনুর মহাকাশ কেন্দ্র থেকে, ৩৬টি উত্তর পশ্চিম রাশিয়ার প্লেসেটস্ক মহাকাশ কেন্দ্র থেকে, নয়টি রাশিয়ার সুদূর পূর্বের ভোস্টোচনি থেকে এবং নয়টি ফরাসি গায়ানার উৎক্ষেপণ সুবিধা থেকে মহাকাশে পাঠানো হয়।

উৎক্ষেপণ করা সমস্ত রকেটের মধ্যে ৮২টি সয়ুজ পরিবারের, ১১টি প্রোটন-এম পরিবার থেকে, চারটি আঙ্গারা পরিবার থেকে এবং তিনটি রোকোট পরিবারের ছিল। রাশিয়ার পরপর ৫৯টি সফল মহাকাশ উৎক্ষেপণের পূর্ববর্তী জাতীয় রেকর্ডটি ফেব্রæয়ারী ১৯৯২ থেকে মার্চ ১৯৯৩ সালে নিবন্ধিত হয়েছিল। এই রেকর্ডটি ২০২১ সালের ভেঙে গিয়েছিল। সূত্র : তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ