Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

২৩২টি অ্যাপ ব্লক

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

এবার চীন ও বিদেশী সংস্থা পরিচালিত ২৩২টি অ্যাপ ব্লক করেছে ভারত। বাজি, জুয়া এবং অননুমোদিত ঋণসেবার সাথে জড়িত থাকার অভিযোগে এসব অ্যাপ ব্লক করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় অ্যাপগুলো ব্লক করার এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, অ্যাপগুলোর বেশিরভাগই চীনের। জুয়া, বাজি এবং মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রথমে ১৩৮টি অ্যাপ ব্লক করার নির্দেশ জারি করা হয়। পরে আলাদাভাবে, অননুমোদিতভাবে ঋণ সেবার অভিযোগে ৯৪টি অ্যাপ ব্লক করার আদেশ জারি করা হয়েছে। টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ