Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

এক বছরে ফ্রান্সের বাণিজ্য ঘাটতি বেড়ে দ্বিগুণ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ফ্রান্সের বাণিজ্য ঘাটতি গত বছর বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। দেশটির সরকারি কর্তৃপক্ষের প্রকাশিত সাম্প্রতিক তথ্য বলছে, জ্বালানি আমদানি অস্বাভাবিক বেড়ে যাওয়ার ফলে বড় ধরনের বাণিজ্য ঘাটতিতে পড়েছে ফ্রান্স। খবর আরটি। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২২ সালে ফ্রান্সের বাণিজ্য ঘাটতি ২০২১ সালের তুলনায় ৮ হাজার ৬০০ কোটি ইউরো থেকে বেড়ে ১৬ হাজার ৪০০ কোটি ইউরোতে পৌঁছেছে। এ পরিস্থিতির জন্য ৮৬ শতাংশ দায়ী তেল, গ্যাস ও বিদ্যুতের ঊর্ধ্বমুখী আমদানি। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তীব্র জ্বালানি সংকট এক্ষেত্রে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে। ইউক্রেনে রুশ হামলার কারণে গত বছর রাশিয়া থেকে ইইউ অঞ্চলে জ্বালানি সরবরাহ ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে আসে। ফলে দাম রেকর্ড উচ্চতায় আরোহণ করে। এ পরিস্থিতিতে বিকল্প উৎসগুলো থেকে জ্বালানি বিশেষ করে এলএনজি সরবরাহ বাড়াতে মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। উদ্দেশ্য ছিল শীত মৌসুমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। কিন্তু রাশিয়া থেকে সরবরাহ কমে যাওয়ায় অন্যান্য উৎস থেকে তুলনামূলক বেশি দামেই দেশটিকে জ্বালানি পণ্য কিনতে হয়েছে। ফলে বছর শেষে আমদানি ব্যয়ের পরিমাণ আকাশছোঁয়া হয়ে ওঠে। ইইউর অন্যান্য দেশের মতোই শীতকালীন গ্যাসের মজুদ পূরণের জন্য প্যারিসও আমদানি বাড়িয়েছে। কিন্তু দুই বছর আগের তুলনায় গ্যাসের দাম পাঁচ-দশ গুণ বেশি হওয়ায় দেশটির শিল্পোৎপাদন কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। গত বছর ফ্রান্স বিদ্যুতের নিট আমদানিকারক হয়ে ওঠে। দেশটির বিদ্যুৎ চাহিদার প্রায় ৭০ শতাংশই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদিত হয়। গত বছর রেকর্ডসংখ্যক ফরাসি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এতে দেশটিতে তখন ব্ল্যাকআউটের ঝুঁকিতে পড়েছিল। ফ্রান্স সাধারণত ইইউয়ের অন্যান্য দেশের তুলনায় রাশিয়ার জ্বালানি শক্তির ওপর কম নির্ভরশীল। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ঘাটতির ফলে প্রতিবেশী দেশ থেকে বিদ্যুৎ কিনতে বাধ্য হয়েছে দেশটি। একই সময়ে ডলারের অবমূল্যায়ন সংকট বাড়িয়েছে। ফলে ইউরোজোন থেকে পণ্য ক্রয় আরো ব্যয়বহুল হয়েছে। বাজার বিশ্লেষকদের তথ্য বলছে, সাপ্লাই চেইনের ঘাটতি এই সংকট আরো উসকে দেয়। আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ