মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) এমন এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে যা এযাবৎ কালের মধ্যে সেদেশটিতে সর্ববৃহৎ। বিশ্লেষকদের অনেকে বলছেন, এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ছুঁড়ে দিতে পারে। এই সামরিক কুচকাওয়াজের সময় এক ডজনের মতো দীর্ঘ পাল্লার মিসাইল প্রদর্শন করা হয়েছে। খবর বিবিসি। উত্তর কোরিয়ার নেতা কিম জং-আন তার কন্যাকে সাথে নিয়ে মধ্যরাতে আয়োজিত এই প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিম জু-আয় যে তার পিতার উত্তরসূরি হতে পারেন, কুচকাওয়াজে তার উপস্থিতি এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। প্যারেডে প্রদর্শিত দীর্ঘ-পাল্লার মিসাইলের সংখ্যা পশ্চিমা দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন এত ব্যাপক সংখ্যক আইসিবিএম, যা তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ে আঘাত করতে পারে, এর প্রত্যেকটি একাধিক যুদ্ধাস্ত্র বহন করলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এসব মিসাইলের ব্যাপারে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমে বিস্তারিত কিছু বলা হয়নি। কিন্তু তারা বলছে এসব অস্ত্রের প্রদর্শনী থেকে “যুদ্ধ প্রতিরোধ এবং পাল্টা আক্রমণের ক্ষমতার ব্যাপারে দেশটির শক্তি” প্রদর্শিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমে যেসব ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে পিয়ংইয়াং-এর কেন্দ্রীয় চত্বরে এক ডজনেরও বেশি আন্তঃমহাদেশীয় মিসাইল কুচকাওয়াজে অংশ নিচ্ছে। একদল সৈন্য এসব মিসাইলের সঙ্গে রয়েছেন। উত্তর কোরিয়ার কোনো কোনো বিশ্লেষক বলছেন, এই প্রদর্শনীতে দূর-পাল্লার এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য নতুন ধরনের একটি আইসিবিএম লঞ্চারও তুলে ধরা হয়েছে। এই লঞ্চারের সাহায্যে সলিড-ফুয়েল মিসাইল নিক্ষেপ করা সম্ভব। এধরনের ক্ষেপণাস্ত্র তরল-জ্বালানির মিসাইলের চেয়েও দ্রুত ছোঁড়া যায়। এটি ঠেকানোও বেশ কঠিন। তবে কিম জং-আনের সরকার এখনও দীর্ঘ-পাল্লার সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষায় সফল হয়নি। “পরমাণু অস্ত্রের আধুনিকায়ন উত্তর কোরিয়ার অন্যতম প্রধান লক্ষ্য,” বলেছেন পরমাণু নীতি সংক্রান্ত একজন বিশেষজ্ঞ এবং ওয়াশিংটন-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের অঙ্কিত পান্ডা। “আমরা হয়তো আগামী মাসগুলোতে দীর্ঘ-পাল্লার এসব সলিড-ফুয়েল মিসাইলের প্রথম পরীক্ষা দেখতে পাবো,” বিবিসিকে বলেন তিনি। তিনি বলছেন, উত্তর কোরিয়ায় আইসিবিএম যুদ্ধাস্ত্রের যে সম্প্রসারণ ঘটছে সেটা “সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ” হয়ে উঠতে পারে। কেননা যুক্তরাষ্ট্রের পক্ষে উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় সব মিসাইল খুঁজে বের করে সেগুলো ধ্বংস করা কঠিন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলছে বুধবারের কুচকাওয়াজের মধ্য দিয়ে শত্রু মোকাবেলায় দেশটির শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে। যেসব ছবি প্রকাশিত হয়েছে তাতে কালো কোট ও টুপি পরিহিত কিম জং-আনকে দেখা যাচ্ছে। তার সামনে বেয়নেট হাতে নিয়ে সৈন্যরা প্যারেড করে যাচ্ছে, এবং কিমের সামনে দিয়ে যাওয়ার সময় তারা তাকে স্যালুট দিচ্ছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ছোট মেয়ে জু-আয়কে সাথে নিয়ে কিম জং-আন ব্যালকনিতে দাঁড়িয়ে এই কুচকাওয়াজ প্রত্যক্ষ করছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।