Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতায় গাড়ি থেকে কোটি রুপি উদ্ধার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কলকাতায় আবার রুপি উদ্ধার হয়েছে। এবার গড়িয়াহাটে গাড়ির ভিতর থেকে পাওয়া গেল এক কোটি রুপি। কয়লাকা-ের তদন্তে নেমে বালিগঞ্জ থেকে ইডি উদ্ধার করেছিল এক কোটি ৪০ লাখ রুপি। একদিন পরেই বৃহস্পতিবার এবার বালিগঞ্জের কাছে গড়িয়াহাটে গাড়ির ভিতর থেকে এক কোটি রুপি উদ্ধার করা হয়েছে। তবে এই অর্থ উদ্ধার করেছে স্পেশাল টাস্ক ফোর্স। তাদের কাছে এই বিষয়ে গোপন খবর আসে। তারপর গুন্ডাদমন শাখা গাড়িটি লালবাজারে নিয়ে যায়। গাড়ির চালক দুলাল ম-ল ও তার সঙ্গী মুকেশ সারস্বতকে পুলিশ গ্রেপ্তার করেছে। দুলাল কলকাতার বেলগাছিয়ার ছেলে। কিন্তু মুকেশের বাড়ি রাজস্থানে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানতে চাওয়া হচ্ছে, এত রুপি তারা কার কাছে কী জন্য নিয়ে যাচ্ছিল? গত বছরের জুলাইয়ে সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি রুপি উদ্ধার হয়। সেই শুরু। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ