Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীর কাঁধে স্ত্রীর লাশ, অতঃপর...

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ভারতের ওড়িশায় স্ত্রীর লাশ কাঁধে নিয়ে বাড়ির পানে হাঁটছিলেন এডি সামুলু নামে এক উপজাতি সম্প্রদায়ের ব্যক্তি। অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়িতে করে লাশ বাড়ি নেয়ার মতো অর্থ নেই তার কাছে। যা ছিল, তা দিয়ে একটি অটোরিক্সা চালকের পাওনা পরিশোধ করেছেন। তাকে অনুরোধ করেছিলেন বাকি পথ পাড়ি দিয়ে বাড়ি পৌঁছে দিতে। তিনি রাজি হননি। ফলে বাধ্য হয়েই স্ত্রীর লাশ কাঁধে নিয়ে রাস্তায় নামতে হয় সামুলুকে। একটি মহাসড়ক দিয়ে হাঁটা শুরু করেন তিনি। অন্ধ্র প্রদেশের কিছু মানুষ তাকে এ অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে অর্থ তুলে ওই ব্যক্তিকে তার স্ত্রীর লাশসহ বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। ওড়িশার কোরাপুতের বাসিন্দা এডি সামুলু। তার স্ত্রী এডি গুরু অসুস্থ হয়ে পড়লে তাকে বিশাখাপত্তমের সাঙ্ঘিবলাসার এক হাসপাতালে ভর্তি করেছিলেন। অসুস্থ এডি গুরু এক পর্যায়ে চিকিৎসায় আর সাড়া দিচ্ছিলেন না। ফলে তাকে ওড়িশার সোরাদিয়ায় নিজেদের গ্রামে নিয়ে যেতে পরামর্শ দেন চিকিৎসকরা। হাসপাতাল থেকে তাদের বাড়ি প্রায় ১৩০ কিলোমিটার দূরে। এ জন্য একটি অটোরিক্সা ভাড়া করেন এডি সামুলু। কিন্তু ভিজিয়ানাগারামের কাছে মধ্যপথে মারা যান এডি গুরু। অটোরিক্সা চালককে ভাড়া ২ হাজার রুপি পরিশোধ করার পর এডি সামুলুর কাছে আর কোনো অর্থ ছিল না। অটোরিক্সাওয়ালা তাকে মাঝপথে ছেড়ে দেয়। ফলে উপায়হীন সামুলু স্ত্রীর লাশ কাঁধে তুলে নেন। তা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ইন্সপেক্টর টিভি তিরুপতি রাও এবং সাব ইন্সপেক্টর কিরণ কুমার নাইডু বিভিন্ন স্থান থেকে ১০ হাজার রুপি সংগ্রহ করেন। তা দিয়ে তারা একটি অ্যাম্বুলেন্স ঠিক করে সামুলু ও তার স্ত্রীর লাশ বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। এনডিটিভি।



 

Show all comments
  • ash ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩৩ এএম says : 0
    THATS INDIA !! THATS NORMAL IN ENDIA
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ