নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্বপ্ন, পরিশ্রম আর সাফল্যের মিশেলে শেষ হলো আটটি দিন। গত ৩ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে এখন ফুরফুরে মেজাজে আছেন শামসুন্নাহার জুনিয়র-আকলিমা খাতুনরা। শিরোপা জয়ের মিশনে দুর্দান্ত সব নৈপূণ্য আর কঠিন পরিশ্রমের ফল পেয়েছেন তারা। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এই প্রথমবার আয়োজন করে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে খেলোয়াড়দের পাশাপাশি এখন তৃপ্ত বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটনও। তাইতো সফল মিশন শেষে পুরো দল এখন বিশ্রামে। এ প্রসঙ্গে ছোটন শুক্রবার বলেন,‘বৃহস্পতিবার রাতে শিরোপা জিতে ট্রফি নিয়ে মাঠেই উৎসব করেছে মেয়েরা। এরপর সবাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনস্থ ক্যাম্পে চলে গেছে বিশ্রামে। আমিও মাঠ থেকে সরাসরি বাড়ি ফিরেছি।’ তিনি আরও বলেন, ‘আপাতত সবাই বিশ্রামে থাকবে ক’দিন। এরপরেই রয়েছে এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। ৮, ১০ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে এই বাছাই। ঢাকায় অনুষ্ঠেয় টুর্নামেন্টের ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান ও তুর্কমেনিস্তান। এ আসরে ভালো খেলার আশা শামসুন্নাহারদের। তাই বিশ্রামের পরেই ফের তাদেরকে নিয়ে অনুশীলনে নামতে হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।