Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

১৪ বছর বয়সে বই নিয়ে ৭০ বছর বয়সে তা ফেরত!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৪ এএম

অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে লাইব্রেরির একটি বই নিজের কাছে রেখে অবশেষে তা ফিরিয়ে দিয়েছেন এক নারী।এখন ৭০ বছর বয়সী লেসলি হ্যারিসন ১৯৬৬ সালে মাত্র ১৪ বছর বয়সে লাইব্রেরি থেকে একটি বই নিয়েছিলেন। ২১ দিনের মধ্যে বইটি ফেরত দেওয়ার কথা ছিল।

নাহলে প্রতিদিন ৩ পেন্স করে জরিমানা দিতে হবে।সে হিসাবে হ্যারিসনের ২ হাজার ইউরোর বেশি জরিমানা হওয়ার কথা। কিন্তু লাইব্রেরি কর্তৃপক্ষ সে জরিমানা মওকুফ করে দিয়েছে।

লেসসি জানান, লাইব্রেরি থেকে বইটি নেওয়ার কিছু দিন পরে তারা বাড়ি বদল করেছিলেন। সে সময় বইটি নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। পরে সেটি নজরে এলেও বড় অঙ্কের জরিমানা দেওয়ার ভয়ে আর ফেরত দেননি।

তবে যখন তিনি জানতে পারেন যে তর আর জরিমানা দেওয়া লাগবে তা তখন তিনি বইটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ