মাঠেই হাতাহাতিতে জড়নোর ঘটনায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলোয়াড় নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনেছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ-এফএ।
মাঠে খেলোয়াড়দের অগ্রহণযোগ্য আচরণ নিয়ন্ত্রণে দুই দলই ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে এফএ উত্থাপিত অভিযোগে বলা হয়।
গত ৫ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেস।সেই ম্যাচের ৬৬ তম মিনিটে টাচলাইনে একটি ফাউলের ঘটনায় বিবাদে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা।যেটি একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।এই সময় প্যালেস খেলোয়াড় হিউজের গলা চেপে ধরেন কাসেমিরো। ভিএআরে সময় নিয়ে দেখে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে লাল কার্ড দেখান রেফারি।পরে তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিপদের সেই ঘটনায় হলুদ কার্ড দেখেন আরো দুই খেলোয়া
আরোপিত সেই অভিযোগে আর উল্লেখ করা হয়, ইউনাইটেড দলের ম্যানেজমেন্ট মাঠে খেলোয়াড়দের আক্রমণাত্মক আচরণ বন্ধ করতে পারেনি। আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে আনিত অভিযোগের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ পাবে এই দুই ইংলিশ ক্লাব।