Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৫ মাসে ৫ লাখ নতুন ই-টিআইএনধারী

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : জনসাধারণের মধ্যে কর সচেতনতা তৈরী হচ্ছে। চলতি অর্থবছর নতুন ৩ লাখ করদাতার শনাক্তের লক্ষ্য থাকলেও অর্থবছরের প্রথম ৫ মাসে ৫ লাখ নতুন ই-টিআইএনধারী পাওয়া গেছে। এ অর্জনকে মাইলফলক হিসেবে দেখছেন কর্মকর্তারা। এছাড়া ব্যক্তিশ্রেণীর রিটার্ন ও এর বিপরীতে আয়কর আদায়ের প্রবৃদ্ধি ছিল উৎসাহব্যঞ্জক। গত বছরের তুলনায় রিটার্নের বিপরীতে আয়কর আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২০৭ শতাংশ। আর চলতি বছরের ১ জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৫ লাখ ২১ হাজার ৩৮৩ জন নতুন করদাতা খুঁজে বের করতে সক্ষম হয় এনবিআর। ৬ ডিসেম্বর ই-টিআইএনধারীর সংখ্যা ২৫ লাখ অতিক্রম করে। এনবিআরের তথ্য মতে, ৮ ডিসেম্বৃর পর্যন্ত এনবিআরের সর্বশেষ হিসাবে ই-টিআইএনধারীর সংখ্যা ছিল ২৫ লাখ ২ হাজার ৮০৬। এর মধ্যে ব্যক্তি শ্রেণীর ই-টিআইএনধারী করদাতা হলো ২৪ লাখ ৭ হাজার ৭৭৬ জন, কোম্পানী করদাতার সংখ্যা ৫৩ হাজার ৭২৬, ফার্ম ১৭ হাজার ২৯ এবং অন্যান্য ক্যাটাগরিতে নিবন্ধিত করদাতার সংখ্যা ১৪ হাজার ৫৫। এ উপলক্ষে ৬ ডিসেম্বর সর্বোচ্চ ভ্যাটদাতাদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রীর হাতে ২৫ লাখ ই-টিআইএনধারীর সম্মাননা কার্ড তুলে দেয় এনবিআর। ২০১৬-১৭ করবর্ষে আয়কর রিটার্ন জমা পড়েছে ১১ লাখ ৪৪ হাজার ৪৯৭টি। এর সঙ্গে সময় বৃদ্ধির আবেদন জমা পড়ে ১ লাখ ৫১ হাজার ৮৮৯টি। সময় বৃদ্ধির আবেদনকেও রিটার্ন জমা হিসেবে ধরে নেয়া হয়। সে হিসাবে মোট রিটার্ন জমা পড়েছে ১৩ লাখ। এর বিপরীতে আয়কর আদায় হয়েছে ৩ হাজার ৩৩৫ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ২০৭ শতাংশ বেশি। ২০১৫-১৬ করবর্ষে ব্যক্তিশ্রেণীর ১০ লাখ ৯১ হাজার ৬২১টি রিটার্নের বিপরীতে আয়কর জমা হয়েছিল ১ হাজার ৮৩ কোটি টাকা। আর ২০১৪-১৫ করবর্ষে ৮ লাখ ৭০ হাজার ৮৯৪টি রিটার্নের বিপরীতে আয়কর আদায় হয়েছে ১ হাজার ৩৯০ কোটি টাকা। এনবিআরের আয়কর অনুবিভাগের কর্মকর্তারা বলছেন, করদাতার সংখ্যা বাড়াতে এনবিআর নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এতে ভালো সুফল পাওয়া যাচ্ছে। চলতি অর্থবছর নতুন ৩ লাখ করদাতার শনাক্তের লক্ষ্য থাকলেও অর্থবছরের প্রথম ৫ মাসে ৫ লাখ নতুন ই-টিআইএনধারী পাওয়া গেছে। এতে বোঝা যায়, জনগণের মাঝে কর সচেতনতা তৈরি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ