Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিজাব ছাড়া বের হতে নারীর অস্বীকৃতি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ভয়াবহ ভূমিকম্পে সিরিয়া ও সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের কয়েকটি অঞ্চল এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশ দু’টিতে মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ছুঁইছুঁই। এরই মধ্যে জানা গেল ঈমানজাগানিয়া এক ঘটনা। বুধবার আল-জাজিরা মুবাশির জানায়, তুরস্কের দুর্ঘটনা কবলিত এলাকা গাজিএন্তেপের একটি ধ্বংস্তূপে আটকা পড়েছিলেন এক নারী। উদ্ধারকর্মীরা যখন তার কাছে পৌঁছান, তখন তিনি হিজাব ছাড়া ধ্বংস্তূপ থেকে বের হতে অস্বীকৃতি জানান। পরে তার অনুরোধের ভিত্তিতে তাকে সেভাবেই সেখান থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি মঙ্গলবারের। ধ্বংস্তূপটির নিচে ওই নারীসহ তার তিন সন্তানও আটকা পড়েছিলেন। উদ্ধারকারী দল যখন তাদের বের করে আনার চেষ্টা করছিল, তখন নারী তার মাথায় হিজাব দেয়ার অনুরোধ জানান। প্রতিবেদনে এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে- অত্যন্ত সতর্কতা ও শালীনতার সাথে ধ্বংস্তূপ থেকে বের হচ্ছেন ওই নারী। আল-জাজিরা মুবাশির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ