প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর চলচ্চিত্র পরিচালক ওয়াকিল আহমেদের নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। নিজের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে তিনি নির্মাণ করেছেন ‘কত স্বপ্ন কত আশা’ নামের সিনেমাটি। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও বাপ্পী সাহা। ওয়াকিল আহমেদ জানান, ‘অসাম্প্রদায়িকতার জয়’ এই বিষয়কে উপজীব্য করেই ‘কত স্বপ্ন কত আশা’ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। তিনি জানান, আগামী ১৩ জানুয়ারি চলচ্চিত্রটি মুক্তি পাবে। চলচ্চিত্রটির গল্প, গান, শিল্পীদের অভিনয় এবং সর্বোপরি এর সিনেমাটোগ্রাফি দর্শককে মুগ্ধ করবে। অনেক কষ্ট করে যতœ নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছি। আশাকরি ভালো লাগবে সবার।’ সিনেমাটির গান লিখেছেন মুন্শী ওয়াদুদ। উল্লেখ্য, ওয়াকিল আহমেদ বহু বছর ধরে নাট্যদল ‘মহানগরী ৭৭’ থিয়েটারের সাথে সম্পৃক্ত। প্রথমে অভিনেতা হিসেবেই তিনি থিয়েটার চর্চা শুরু করেছিলেন। এরপর তিনি নাটক রচনা ও নির্দেশনার সাথে সম্পৃক্ত হন। তার রচিত মঞ্চ নাটক ‘বিংশ শতাব্দীর সোনার হরিণ’ শুধু দেশেই নয়, দেশের বাইরেও বেশ প্রশংসিত হয়েছে। তার নির্দেশিত মঞ্চ নাটকগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের ‘শাস্তি’, ‘বাসেত বয়াতীর পাঁচালী’, ‘ইতিহাস কাঁদে’, ‘বাঁকতলীর পরী’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।