Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইয়েমেনে আল-জাজিরার কার্যালয়ে ভাঙচুর

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের সানাস্থ আল-জাজিরার বন্ধ করে দেয়া কার্যালয়ে ভাঙচুর করে যন্ত্রপাতি লুট করেছে শিয়াপন্থি হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে চুরির অস্ত্র শিরোনামে একটি প্রতিবেদন প্রচারের পর গত রোববার সংবাদ সংস্থাটির সানা ব্যুরো কার্যালয়ে হামলা চালানো হয়। এই প্রতিবেদনে অস্ত্র লুটে নেয়ার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করা হয়। আরবি ভাষার সম্প্রচারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি গাড়িতে ১০ হুতি যোদ্ধা ব্যুরো কার্যালয়ে পৌঁছে ভাঙচুর চালায় এবং কার্যালয়ের ডেস্ক, টেলিভিশন ও স্ক্রিন লুট করে নিয়ে যায়। আল-জাজিরার ইয়েমেন কার্যালয়ের প্রধান সাইদ থাবিত তার ফেসবুক পেজে এ তথ্য দিয়েছেন। আল-জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে হুতিদের অস্ত্র লুট, মজুত ও বিভিন্ন ধরনের অস্ত্রের ভান্ডার নিয়ে তথ্য প্রকাশ করে। প্রতিবেদনটি ইয়েমেনের সরকারের পক্ষে চলে যাওয়ায় হিংসার বশে হুতিরা তাদের কার্যালয়ে হামলা চালায়। ২০১৫ সালে আল-জাজিরার একজন সম্প্রচার ইঞ্জিনিয়ার ও এক নিরাপত্তারক্ষীকে অপহরণ করা হয়। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ