Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে মার্কিন পর্যটক ধর্ষণের অভিযোগে ৪ জন গ্রেফতার

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দিল্লিতে কয়েক মাস আগে বেড়াতে আসা এক মার্কিন পর্যটককে গণধর্ষণ করার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চারজন হচ্ছেন একজন টুরিস্ট গাইড, একজন গাড়িচালক, একজন পরিচ্ছন্ন কর্মী এবং একজন হোটেল কর্মী। গত এপ্রিল মাসে ভারত সফরের সময় দিল্লীর একটি পাঁচ তারকা হোটেলে ওই ধর্ষণের ঘটনা ঘটে। ওই পর্যটক এ মাসের গোড়ার দিকে ভারতে ফিরে আসেন ধর্ষিত হওয়ার প্রমাণ দিতে। তিনি বলেন, ওই হোটেলে অবস্থান করার সময় নেশারদ্রব্য খাইয়ে সেখানেই তাকে গণধর্ষণ করে এই টুরিস্ট গাইড ও তার সহযোগীরা। ভারতে বেড়াতে আসা বিদেশি পর্যটকদেরকে যৌন হয়রানি করার সাম্প্রতিকতম ঘটনা এটি। এনডিটিভি।



 

Show all comments
  • Bari ২৮ ডিসেম্বর, ২০১৬, ১০:০১ পিএম says : 0
    ভারতে প্রতিদিনের পত্রিকায় ধর্ষনের সংবাদ ছাপা হয়। ভারত সরকার অাইনগত কঠোর ব্যবস্থা গ্রহন করলে সম্ভবত: কিষোরী ও নরীরা রক্খা পেত।যেমন বাংলাদেশ এসিড নিখ্যেপের বুরুদ্ধে মৃত্যুদন্ডের আইন বহাল করার পর উক্ত অপরাধ নাই বল্লেই চলে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ