Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন-নেপাল যৌথ মহড়ার প্রস্তুতি, উদ্বিগ্ন ভারত

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নতুন বছরের শুরুতেই চীনের সঙ্গে যৌথ সেনা মহড়া করতে যাচ্ছে নেপাল। এই যৌথ মহড়ার নাম দেয়া হয়েছে ‘প্রতিকার’। যা ইতিমধ্যে বেশ অস্বস্তিতে ফেলেছে ভারতকে। কারণ এতদিন ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরে বর্তমানে চীনের দিকে বেশি ঝুঁকছে নেপাল। যদিও এই যৌথ মহড়া নিয়ে ভারতের বিব্রত হওয়ার কিছু নেই বলেই দাবি করেছেন ভারতে নেপালের রাষ্ট্রদূত দীপ উপাধ্যায়। তিনি জানিয়েছেন, যাতে মাওবাদীদের সঙ্গে মোকাবিলা করা যায় সেই কারণে অতীতেও এমন বহু যৌথ মহড়া করেছে নেপাল। ফলে ভারতের সঙ্গে নেপালের যে বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা বজায় থাকবে বলেই জানিয়েছেন তিনি। সন্ত্রাস দমনে দেশের সেনা বাহিনীর শক্তি বৃদ্ধিতে আগেও এমন যৌথ মহড়া করেছে নেপাল। এমনকি গত দশবছর ধরে প্রতিবছর নেপালের সঙ্গে যৌথ সেনা মহড়া করে আসছে ভারতও। নেপালকে বিভিন্ন সময় সামরিক সরঞ্জাম, সামরিক কৌশল ও সমরাস্ত্রেরও যোগান দিয়েছে ভারত। শুধু তাই নয়, ভারতীয় সেনাতে কাজ করে প্রায় ৩২ হাজার নেপালি গোর্খা। এমনকি ভারতীয় সেনা থেকে পেনশন পান প্রায় দেড় লক্ষ নেপালি সেনা। তবে নেপালের সঙ্গে তাদের যৌথ মহড়ায় ভারতের নাক গলানো নিয়ে বেশ ক্ষুব্ধ চীন। তাদের সংবাদ মাধ্যমে নয়াদিল্লিকে হুঁশিয়ারিও দিয়েছে বেইজিং। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ