ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করে বসে ম্যানচেস্টার ইউনাইটেড। ভারানের আত্মঘাতীতে গোলে বিপদ আরও বাড়ে।২-০ গোলে পিছিয়ে ইউনাইটেডকে তখন প্রিমিয়ার লিগে আরও একটি হার চোখ রাঙাচ্ছিল।তবে শেষ পর্যন্ত সেটি হয়নি।
র্যাশফোর্ড- সানচোর গোলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার লিডস ইউনাইটেডর বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র করে রেড ডেভিলসরা।
শুরুতে উইলফ্রেদ নিয়ন্তো লিডসকে এগিয়ে নেওয়ার পর ৪৮ তম মিনিটে রাফায়েল ভারানের আত্মঘাতী গোলে ২-০ গোলে পিছিয়ে এরিক টেন হেগের দল। এরপর মার্কাস র্যাশফোর্ড ব্যবধান কমানোর পর ৭০ তম মিনিটে জেডেন স্যানচোর গোলে সমতা টানে ইউনাইটেড।
এই ম্যাচে পয়েন্ট হারানোর ফলে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটির পাশে বসার সুযোগ পেয়েও পারল না টেন হাগের দল।
২২ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। ২ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে পেপ গুয়ার্দিওলার দল সিটি, এক ম্যাচ কম খেলেছে তারা।২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
২১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে লিডস ইউনাইটেড।আগামী রোববার ফিরতি লেগে আবার মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিডস ইউনাইটেড। এবারের লড়াইটি হবে লিডসের মাঠে।