প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে দাওয়াত পাননি বলে গোবিন্দ ক্ষোভ প্রকাশ করার পর অনুষ্ঠানটির সঞ্চালক আর চলচ্চিত্র নির্মাতা করণ জোহর তাকে উদ্দেশ্য করে দুঃখ প্রকাশ করেছেন। করণ জানান, অভিনেতা গোবিন্দকে অনুষ্ঠানে পেলে তিনি সম্মানিত বোধ করবেন।
কখনও অনুষ্ঠানটি অংশ নেবার জন্য তাকে ডাকা হয়নি এমন মন্তব্য করার পর করণ বলেন, “মাঝে তাকে অনুষ্ঠানে আনার জন্য আলাপ-আলোচনা হলেও তা ঘটেনি। আমরা এই বিষয়ে ভেবেছি। গোবিন্দকে অনুষ্ঠানে পেলে তা হবে পরম সম্মানের আর বিশেষ সুযোগ।”
“তাকে অনুষ্ঠানে পাইনি বলে এবং তিনি এজন্য দুঃখ পেয়েছেন এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তাকে দুঃখ দেয়া কখনও উদ্দেশ্য ছিল না। তিনি অসাধারণ একজন শিল্পী। তাকে পেলে আমার খুব ভালো লাগবে। আমি বিষয়টি মনে রাখব এবং তার সঙ্গে যোগাযোগ করব তিনি দাওয়াত নেবেন বলে আশা করি।”
‘সেলিব্রিটি শো’র কথা গুরুত্বের সঙ্গে নিতে নেই’ বরুণ ধাওয়ানের এমন মন্তব্য নিয়ে করণ বলেন, “আমি কখন বলেছি ‘কফি উইথ করণ’ সিরিয়াস ধরনের অনুষ্ঠান, এটি একটি বিনোদনমূলক অনুষ্ঠান যেখানে মেহমানরা মজার বিষয়ে কথা বলে থাকে। এসব বিষয় গুরুত্বের সঙ্গে নেয়া ঠিক নয়।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।