Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নতুন প্রজন্ম গড়ে তোলার কাজে ব্যস্ত হবেন ওবামা

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বারাক ওবামা তার অবসর সময়ে একজন সাবেক প্রেসিডেন্ট হিসেবে বসে থাকবেন না। অতীতের গৌরবগাথা নিয়েই শুধু কথা বলবেন না। তিনি আমেরিকার নতুন প্রজন্মকে গড়ে তোলার কাজে নিজেকে ব্যস্ত রাখবেন। সিএনএনের বিশ্লেষক ও ওবামার সাবেক উপদেষ্টা ডেভিড এঙ্গেল রডকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। গত ৮ নভেম্বরের নির্বাচনে হিলারি ক্লিনটনের হেরে যাওয়া প্রসঙ্গে ওবামা বলেন, ভুল বিশ্বাসের ওপর ভিত্তি করে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। হিলারির প্রচার শিবিরের মূল বিশ্বাস ছিল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর বিজয় নিশ্চিত। হিলারির পরাজয়ে নিজের আট বছর মেয়াদের কর্মকা-কে জনগণের প্রত্যাখ্যানের ফল হিসেবে মেনে নিতে নারাজ ওবামা। সিএনএন, রয়টার্স, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ