মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার বেশ কিছুঅঞ্চল। ওই ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। শক্তিশালী এ কম্পনে শত শত ভবন ধসে পড়ার পর মানুষের আর্তনাদে চারদিক ভারী হয়ে ওঠে। তবে এমন মহাদুর্যোগ ও দুর্দশার মধ্যেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি অঞ্চলে বোমা হামলা চালিয়েছে। তাও কম্পন অনুভূত হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে। গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। যুক্তরাজ্যের সংসদ সদস্য ও বৈদশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আলিসিয়া কেয়ার্ন্স মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, “প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মারিয়া শহরে ‘সত্যিকারের নিষ্ঠুর এবং জঘন্য হামলা’ চালিয়েছেন। দক্ষিণ দিকের এ শহরটিতে ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর মধ্যে হামলা হয়।” ওই শহরে মোতায়েনকৃত সেনাবাহিনীর একটি সূত্র হামলার বিষয়টি মিডল ইস্ট আইকে নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, এতে কেউ আহত বা নিহত হননি। একজন বেসামরিক ব্যক্তি মিডল ইস্ট আইকে হামলার ব্যাপারে বলেছেন, ‘ভূমিকম্পের দুই ঘণ্টার কম সময়ের মধ্যে হামলা হয়। রাত ২টার দিকে ওই অঞ্চলের কাছে কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই আমি।’ মারিয়া শহরের অধিকারকর্মী মামুন আল-খাতিব বলেছেন, ‘এই এলাকায় চার থেকে পাঁচটি বোমা ছোড়া হয়।’ বাশার আল-আসাদ বাহিনীর এ হামলাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, এ ঘটনা আসাদ সরকারের আসল চিত্র তুলে ধরছে। তিনি আরও জানিয়েছেন, বাশার আল-আসাদ যেন এ ধরনের কর্মকা- না চালাতে পারেন সেজন্য তারা তার ওপর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখবেন। মিডল ইস্ট আই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।