মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিধানসভা নির্বাচনের শেষ লগ্নে ভারতের ত্রিপুরা রাজ্যে নির্বাচনী প্রচার প্রচারণার ঝড় বইছে। এরই মধ্যে রাজ্যে পাড়ি জমিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সোমবার ত্রিপুরায় যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার ভাইপো অভিষেকসহ আরও অনেকে। শাসকদল বিজেপির এক ঝাঁক তারকাও নেমেছেন মাঠে। মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারে ঝড় তোলেন তারা। ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী মিনা রাণী মজুমদারের সমর্থনে মিছিলে অংশ নেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এসময় রাজনাথ সিং দেশ তথা রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শাসকদলীয় প্রার্থী মিনা রাণী মজুমদারকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। এর আগে, ৫০ কৈলাশহর বিধানসভা কেন্দ্রের আশ্রম স্কুল মাঠেও পৃথকভাবে একটি নির্বাচনী সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। এই কেন্দ্র থেকে এবছর লড়াই করছেন বিরোধী সিপিআইএমের হয়ে বিগত রাজ্য বিধানসভার সদস্য মবশ্বর আলী। বাম কংগ্রেস জোট হওয়ায় জোট শর্ত মেনে তাকে টিকিট না দেওয়ায় ক্ষোভের
মুখে মাত্র ক’দিন আগেই শাসক বিজেপিতে যোগ দেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।