Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ড সিরিজ খেলতে বিশ্রামে তামিমও

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পিঠ ও কুঁচকিতে পুরনো দুই সমস্যা নিয়ে এবার বিপিএল খেলেছিলেন তামিম ইকবাল। তার দল খুলনা টাইগার্স প্লে অফের আগে বাদ পড়ায় শেষ ম্যাচগুলো খেলে আর ঝুঁকি বাড়াচ্ছেন না তিনি। গতকাল খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে জানিয়েছেন, পিঠের চোটের কারণে তামিমকে আগেভাগেই ছেড়ে দিয়েছেন তারা। আসন্ন ইংল্যান্ড সিরিজ সামনে রেখে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে দেওয়া হচ্ছে বিশ্রাম।
আজ সিলেট স্ট্রাইকার্স ও ১০ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে নিয়মরক্ষার শেষ দুই ম্যাচ খেলবে খুলনা। ম্যাচগুলোতে দলের সবচেয়ে বড় তারকা তামিমকে পাওয়া যাবে না। বিসিবি প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের নতুন কোনো সমস্যা তৈরি হয়নি। আগের চোটগুলো যাতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য সতর্কতার অংশ হিসেবে বিশ্রামে রাখা হচ্ছে তাকে, ‘যদি কোনো মাইলস্টোন না থাকে, তাহলে তাকে শেষ দুই ম্যাচ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলাম আমরা। আশা করি, বিশ্রাম নিলে সে পুরো ঠিক হয়ে যাবে।’
কুঁচকির চোটের কারণে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সবশেষ সিরিজ খেলতে পারেননি তামিম। আগামী ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে এই সিরিজে ফিট তামিমকেই পাওয়ার আশা বিসিবির।
এবার বিপিএল গড়পড়তা কেটেছে তামিমের। তার দল খুলনার অবস্থা ছিল বেহাল। ১০ ম্যাচ খেলে তারা জিততে পেরেছে ¯্রফে দুটিতে। প্লে অফের দৌড় থেকেও বাদ পড়েছে বেশ আগেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ