মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের স্মরণে জাতিসংঘের সাধারণ পরিষদে এক মিনিটের নিরবতা পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি সাবা করোসি তুরস্ক এবং সিরিয়ার সরকার এবং তাদের জনগণের কাছে গভীর শোক প্রকাশ করেছেন। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে অধিবেশন শুরু হওয়ার আগে তিনি সদস্যদের দাঁড়িয়ে থাকার এবং নীরবতা পালন করার জন্য অনুরোধ করেন। এদিকে বৈশ্বিক সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে উল্লেখ করেছেন, আমাদের টিম সেখানে দরকারি বিষয়গুলো নির্ধারণে কাজ করছে। একইসঙ্গে সহযোগিতা করছে । তিনি আরও বলেন, এই দুর্যোগে যে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ করছি। এসব মানুষের অনেকেরই অবস্থা ভয়াবহ। তাদের খুব বেশি মানবিক সাহায্যের প্রয়োজন। ওইসব এলাকায় যাতায়াত খুব চ্যালেঞ্জের। জাতিসংঘের মানবিক সম্পর্ক বিষয়ক সমন্বয়ক অফিস বলেছে, তাদের ইমার্জেন্সি টিম তুরস্ক ও সিরিয়ায় মোতায়েনের জন্য প্রস্তুত। উল্লেখ্য, তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা তিন হাজার ৮০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।