Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা কর্মকর্তা অবাঞ্ছিত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মালির সামরিক সরকার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। গত রোববার তাকে ৪৮ ঘণ্টার মধ্যে মালি ছেড়ে যেতে বলা হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে মালির সমালোচনা করার পর বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হলো। এক বিবৃতিতে মালি সরকারের মুখপাত্র কর্নেল আবদুলাই মাইগা অভিযোগ করেন, মালির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে সুশীল সমাজের সাক্ষী বাছাইয়ের ক্ষেত্রে পক্ষপাতিত্বের করেছেন শান্তিরক্ষা মিশনের মানবাধিকার বিভাগের প্রধান গুইলাউম এনগেফা আটোনোদোক আন্দালি। নিরাপত্তা পরিষদের ঐ ব্রিফিংয়ে মানবাধিকার কর্মী আমিনাতো চেইক ডিকো মালির নিরাপত্তা পরিস্থিতির নিন্দা করেন। মালি সরকারের রুশ অংশীদার ওয়াগনার গ্রুপকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেন তিনি। এর আগে, গত ৩১ জানুয়ারি জাতিসংঘের বিশেষজ্ঞরা মালির সশস্ত্র বাহিনী এবং রাশিয়ার বেসরকারি সামরিক ঠিকাদার কর্তৃক সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের স্বাধীন তদন্তের আহ্বান জানায়। এর তিন দিন পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দেয়া এক বিবৃতিতে জাতিসংঘের উপপ্রতিনিধি রিচার্ড মিলস রাশিয়ার ওয়াগনারকে ‘একটি অপরাধী সংগঠন’ হিসেবে অভিহিত করে অভিযোগ করেন, তারা মালি ও অন্যান্য স্থানে ব্যাপক নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘন করছে। ২০১৩ সালে মালিতে জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশন গঠন করা হয়। মিনুসমা নামে পরিচিত এই মিশনের লক্ষ্য ক্রমবর্ধমান জিহাদিদের উত্থানের মধ্যে দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। তবে সাম্প্রতিক সময়ে শান্তিরক্ষা মিশন ও ক্ষমতাসীনদের সম্পর্কের অবনতি ঘটেছে, বিশেষ করে ২০২০ সালে এক অভ্যুত্থানে সামরিক জান্তার ক্ষমতা গ্রহণের পরে। গত বছরের আগস্টে মালির কর্তৃপক্ষ মিশনের মুখপাত্র অলিভিয়ার সালগাদোকে বহিষ্কার করে এবং মিশনের গ্রুপ রোটেশন সাময়িকভাবে স্থগিত করার আদেশ দেয়। ডয়চে ভেলে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ