Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাভাষণে অভিযুক্ত এবার হাই কোর্টের বিচারপতির আসনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৩ পিএম

মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন লেক্ষ্মণা চন্দ্রা ভিক্টোরিয়া গৌরী। তামিলনাড়ু বিজেপি মহিলা মোর্চার নেত্রী ভিক্টোরিয়া ছিলেন আইনজীবী। তাকে বিচারপতি করার বিরোধিতা করে জমা পড়েছিল পিটিশন। ভিক্টোরিয়া অতীতে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণাভাষণ দিয়েছিলেন, এই অভিযোগ জানিয়ে পিটিশনে প্রতিবাদ জানানো হয়েছিল। কিন্তু সেই মামলা খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। তবে জানা যাচ্ছে, শুনানি চলাকালীনই বিচারপতি হিসেবে শপথ নিয়ে নেন গৌরী।

মঙ্গলবার বিচারপতি সঞ্জীব খান্না ও ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের বিশেষ বেঞ্চের তরফে জানিয়ে দেয়া হয়েছে, ‘আমরা এই পিটিশনকে গ্রাহ্য করছি না।’ সেই সঙ্গেই বেঞ্চ জানিয়েছে, কলেজিয়ামের যে নির্দেশ তাকে অগ্রাহ্য করা তাদের পক্ষে সম্ভব নয়। বিচারপতি গাভাই বলেন, গৌরীর রাজনৈতিক মতাদর্শ তার বিচারপতির আসনে বসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। এমনকী, তারও নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ রয়েছে বলে জানিয়ে দেন তিনি।

তার এই মন্তব্যের প্রতিবাদ করতে দেখা যায় বর্ষীয়ান আইনজীবী রাজু রামচন্দ্রণকে। তাকে বলতে শোনা যায়, ‘রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন নয়। বিষয়টা ঘৃণাভাষণ নিয়ে। সংবিধানের নিরিখে এই ধরনের ভাষণ একেবারেই অনৈতিক। সেই কারণেই তার শপথ নেয়ার যোগ্যতা নেই।’ এর জবাবে বেঞ্চ জানিয়ে দেয়, ‘আমরা মনে করছি না, এখানে যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন রয়েছে। দ্বিতীয়ত, আমরা কলেজিয়ামকে কোনও নির্দেশ দিতে পারি না।’

উল্লেখ্য, মাদ্রাজ হাইকোর্টের ২১ জন বার সদস্য সুপ্রিম কোর্টের কলেজিয়াম ও দেশের প্রেসিডেন্টকে এই মর্মে আবেদন করেছিলেন যে, রাজ্য হাই কোর্ট কলেজিয়ামের নির্দেশ মেনে যেন না নেয়া হয়। কিন্তু অবশেষে সব বিতর্কের শেষে মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন গৌরী। সূত্র: টাইমস নাউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ