Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় প্রান্তিকে আদানি ট্রান্সমিশনের ৭৩% প্রবৃদ্ধি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৫ পিএম

ভারতে সর্ববৃহৎ বেসরকারি খাতের বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ কোম্পানি ‘আদানি ট্রান্সমিশন লিমিটেড লিমিটেড (এটিএল)’ ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিক শেষে (৩১ ডিসেম্বর ২০২২) ৪৭৮ কোটি রুপি কর পরবর্তী মুনাফা (পিএটি) করেছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় প্রায় ৭৩% বেশি।

একই অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বছরান্তে (ইয়ার ওভার ইয়ার) মোট নগদ মুনাফা ছিল ৯৫৫ কোটি রুপি বা সর্বোচ্চ ৩৪ শতাংশ। এছাড়া তৃতীয় প্রান্তিকের ইবিআইটিডিএ (নেট ইনকাম, ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন) ছিল বছরান্তের হিসাবে ১ হাজার ৭০৮ কোটি রুপি অর্থাৎ সর্বোচ্চ ২৯ শতাংশ। কোম্পানির সম্মিলিত আয় (কনসোলিডেটেড) ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৭ কোটি রুপিতে।

আদানি ট্রান্সমিশন লিমিটেড কোম্পানির অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির ব্যবসায়িক সেবা কার্যক্রমেরও বিবরণ তুলে ধরেছে। সর্বমোট ট্রান্সমিশন নেটওয়ার্ক ১৮,৭৯৫ সিকেএম এর মধ্যে ট্রান্সমিশন পরিচালিত হয়েছে ৩৭১ সিকেএম। জাম খামভালাইয়া (জেকেটিএল) এবং ওয়ারএসএস-২১ পুরোপুরি উৎপাদনকাজে ছিল। ট্রান্সমিশন সিস্টেমের প্রাপ্র্যতা ছিল ৯৯.৭৫ শতাংশ।

‘আদানি ট্রান্সমিশন লিমিটেড লিমিটেড (এটিএল)’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অনিল সার্দানা বলেন, “এটিএল তার ব্যবসায়িক পরিধি বিস্তৃত করে চলেছে এবং ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ম্যাক্রো-ইকোনমি খাতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও এটিএল এর প্রবৃদ্ধি বেশ সুদৃঢ়। আসন্ন প্রকল্পগুলো এবং সাম্প্রতিক সময়ে বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ ভারতজুড়ে আমাদের উপস্থিতি আরো শক্তিশালী করবে এবং দেশের সর্ববৃহৎ বেসরকারি খাতের বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ কোম্পানি হিসেবে অবস্থান মজবুত করবে।”

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ