Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহযুদ্ধের মধ্যে বিধ্বংসী ভূমিকম্প, উত্তর-পশ্চিম সিরিয়ার ভয়াবহ পরিস্থিতি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩৩ পিএম

সোমবার যে ভূমিকম্পটি তুরস্ক এবং সিরিয়াকে বিধ্বস্ত করেছিল তা বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ার বাসিন্দাদের আরও বেশি বিপর্যয় নিয়ে এসেছে যারা সংঘাত এবং বাস্তুচ্যুতির কারণে বহু বছর ধরে মানবিক সঙ্কটে ভুগছিল।

ভূমিকম্পটি তুরস্ক এবং সিরিয়ার সীমান্ত অঞ্চলে ধ্বংসস্তূপ তৈরি করেছে। কিন্তু বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায়, এটি বসবাসের অযোগ্য অবস্থাকে আরও জটিল করে তুলেছিল: প্রথম সেখানে সাহায্য পৌঁছে দেয়ার জন্য স্বেচ্ছাসেবকদের ইতিমধ্যেই অভাব ছিল এবং ক্ষুধা ও ঠান্ডায় জর্জরিত লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ মৌলিক পরিষেবা বঞ্চিত হয়ে বসবাসের অযোগ্য বিল্ডিং এবং আশ্রয়কেন্দ্রে বাস করছিল।

সিরিয়ার বিরোধীদের দখলে থাকা অঞ্চলগুলো থেকে প্রকাশিত ভিডিওগুলো পরিস্থিতির ভয়াবহতার আভাস দেয়। সিরিয়ান সিভিল ডিফেন্স, হোয়াইট হেলমেট নামে পরিচিত, একটি সাহায্য গোষ্ঠীর মতে, বিদ্রোহী-নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় মৃতের সংখ্যা দিনব্যাপী বেড়েছে কমপক্ষে ৭৪০ জন, শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে এবং ২ হাজার জনেরও বেশি আহত হয়েছে। যারা সরকারি নিয়ন্ত্রণের বাইরের এলাকায় কাজ করে। সেই পরিসংখ্যান বাড়তে চলেছে।

সোমবার হোয়াটসঅ্যাপে পাঠানো একটি নোটে, সিরিয়ার সিভিল ডিফেন্স প্রতিনিধি বিদেশী দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে সাহায্যের জন্য অনুরোধ করেছেন। হোয়াইট হেলমেট সদস্য ও স্বেচ্ছাসেবকরা ‘সাড়া দিতে সক্ষম নয়; দুর্যোগের আকার আমাদের ক্ষমতার চেয়ে অনেক বড়,’ তিনি বলেছিলেন, ‘প্রতি মিনিটে আমরা একটি করে জীবন হারাই। আমরা এখন সময়ের সাথে দৌড়াচ্ছি। আমাদের উদ্ধার অভিযানের জন্য নিবেদিত ভারী যন্ত্রপাতি দরকার। আমাদের উদ্ধারকারী দল দরকার। আমাদের জ্বালানি দরকার। আমরা গত দুই মাস ধরে মজুদ ফুয়েল ব্যবহার করছি।’

‘হাজার হাজার বেসামরিক মানুষ গৃহহীন,’ তিনি বলেছিলেন, ‘চিকিৎসা পরিস্থিতি অত্যন্ত খারাপ। হাজার হাজার ভবন এখন ফাটল ধরেছে। একটি তুষারঝড় আসছে। এলাকায় বন্যার পূর্বাভাস রয়েছে। শব্দের প্রতিটি অর্থ সহ মানবিক পরিস্থিতি বিপর্যয়কর।’

সিরিয়ার উত্তর-পশ্চিমে মোটামুটি ৪৫ লাখ লোক বাস করে। জাতিসংঘের মতে, তাদের প্রায় সকলের (৪১ লাখ মানুষের) মানবিক সহায়তা প্রয়োজন। সরকারী বাহিনী এবং তাদের মিত্রদের বছরের পর বছর বোমাবর্ষণের কারণে হাসপাতালের মতো শক্ত অবকাঠামোর চিকিৎসা সেবা খুবই কম। ফলে, সেখানকার পরিস্থিতি বাইরে থেকে যা দেখা যাচ্ছে, তার থেকেও অনেক ভয়াবহ। সূত্র: ওয়াশিংটন পোস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ