Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কের ভূমিকম্প: ভারী বৃষ্টিতে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১৮ পিএম

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর জীবিত ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার তৎপরতা চলছে। তবে ভারী বৃষ্টি ও তুষারপাতে বেগ পেতে হচ্ছে এবং উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেঁচে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে ভারী বৃষ্টি ও তুষারপাতের সঙ্গে লড়াই করছেন উদ্ধারকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলগুলো জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
এদিকে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নিহতের সংখ্যা মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৩০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন কয়েক হাজার।
তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়। পরে আরও কয়েকবার শক্তিশালী কম্পন (আফটার শক) অনুভূত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ