Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাকার স্ত‚প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চীনের একটি কোম্পানি তার কর্মীদের বোনাস দেয়ার জন্য নোটের স্ত‚প করে রেখেছিল, যার ভিডিওটিও ভাইরাল হয়ে গিয়েছে। জানা গেছে, ক্রেন উৎপাদনকারী কোম্পানির মালিক কর্মচারীদের বোনাস দিতে ৯ মিলিয়ন মার্কিন ডলারের বিপুল পরিমাণ অর্থ বিতরণ করেছেন।

হেনান মাইনের প্রতিষ্ঠাতা এবং মালিক, সুই পাইজুন, আসলে ২০২২ সালে কোম্পানির বাম্পার বিক্রয় উদযাপন করার জন্য তার কর্মীদের এসব বোনাস দেন এবং কোম্পানির পাঁচজন শীর্ষ বিক্রয় পরিচালকের প্রত্যেককে ৭ লাখ ৪০ হাজার ডলার করে বোনাস প্রদান করেন। এছাড়াও কোম্পানি এ উপলক্ষে একটি নগদ গণনা প্রতিযোগিতারও আয়োজন করে, যেখানে অংশগ্রহণকারীদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গণনা করতে পারে এমন অনেকগুলো চীনা ইউয়ান নোট দেয়া হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে লাল স্কার্ফ পরা কর্মচারীদের নোটের বান্ডিল নিয়ে মঞ্চ থেকে আনন্দে নামতে দেখা যায়। সূত্র : জে এন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ