Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে ভূমিকম্প : সবচেয়ে বড় সংখ্যক শরণার্থী নিয়ে উদ্বেগ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ঘুম ভাঙে তুর্কিদের। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কথা জানিয়েছে দেশটির সরকার। অনেক শহরে ভবনধসে নিহতের খবর আসছে। নিহত অর্ধশতাধিক। ভূমিকম্পের কেন্দ্রস্থল গাজিয়ানতেপ শহরের বাইরে কয়েক লাখ সিরীয় শরণার্থীর আবাস্থল হওয়ায় উদ্বেগ বাড়িয়ে তুলছে কর্তৃপক্ষকে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের তথ্যমতে, বিশ্বের মধ্যে তুরস্ক সবচেয়ে বেশি শরণার্থীকে বহন করছে। দেশটিতে ৩৫ লাখের বেশি সিরিয়ার শরণার্থীর অবস্থান। বেশিরভাগই তাঁবু এবং অস্থায়ী ঘরে বসবাস করে। ফলে ভূমিকম্প কেন্দ্রস্থলের কাছাকাছি হওয়ায় এখানেও প্রাণহানির শঙ্কা রয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলটিকে বিপর্যয়কর পরিস্থিতি হিসেবে বর্ণনা করছে স্থানীয় প্রতিনিধিরা। অনেক পুরনো ভবন ধসে পড়েছে, ধ্বংসস্তূপে অনেকে চাপা পড়েছেন বলে জানা গেছে। এ অবস্থায় নাগরিকদের খোলা জায়গায় অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই কম্পন ঘটে। গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ২৪.১ কিলোমিটার। প্রাণহানির সংখ্যা বাড়ছে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৪৫ সেকেন্ড। এর কিছুক্ষণের মধ্যে আফটার শকের খবর পাওয়া যায়। এদিকে সিরিয়া, সাইপ্রাস এবং লেবাননেও কম্পন অনুভূত হয়েছে। দ্য গার্ডিয়ান, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ