মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চিলিতে দাবানল পরিস্থিতি লাগামহীন। গত কয়েকদিনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এতে দগ্ধ হয়েছেন আরও অন্তত এক হাজার বাসিন্দা। খবরে বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসা চললেও অন্তত ২৬ জনের অবস্থা এখনো সংকটাপন্ন। প্রাণহানি আরও বৃদ্ধির আশঙ্কা করেছেন ডাক্তাররা। গত পাঁচদিনে আগুনের লেলিহান শিখায় পুড়েছে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় চিলির কমপক্ষে ৮০০ ঘরবাড়ি-স্থাপনা। এছাড়া, ৬ লাখ ৬৭ হাজার একর বনভূমিতে জ্বলছে আগুন। রোববার দেশটিতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহ থাকবে এ বৈরী আবহাওয়া। সে কারণে দুর্যোগপূর্ণ চারটি প্রদেশে বৃদ্ধি করা হয়েছে জরুরি অবস্থার মেয়াদ। সোমবারের মধ্যে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে সহযোগিতা পাবে চিলি। দক্ষ জনবল এবং বিশেষায়িত হেলিকপ্টারও দিচ্ছে প্রতিবেশী দেশগুলো। খবরে বলা হয়, কয়েক ডজন দাবানলে পুড়ছে চিলি বনাঞ্চল। এমন পরিস্থিতিতে শনিবার দেশটির সরকার অন্য একটি অঞ্চলে জরুরি অবস্থা প্রসারিত করেছে। কারণ গ্রীষ্মের প্রচ- তাপপ্রবাহ আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। একটি অফিসিয়াল ব্রিফিং অনুসারে, ১১০০ জনেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং কমপক্ষে ৯৭৯ জন আগুনে আহত হওয়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ জরুরি আদেশটি দক্ষিণ আমেরিকার দেশটির দীর্ঘ প্রশান্ত মহাসাগরীয় উপকূলরেখার মাঝখানে অবস্থিত পূর্বে ঘোষিত বায়োবিও এবং নুবল অঞ্চলের পাশে অ্যারাউকানিয়ার দক্ষিণাঞ্চলকে কভার করে। রাজধানী সান্টিয়াগোতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা সাংবাদিকদের বলেন, ‘আবহাওয়া পরিস্থিতি ছড়িয়ে পড়া আগুন নিভিয়ে ফেলাকে খুবই কঠিন করে তুলেছে এবং জরুরি অবস্থা আরও খারাপ হচ্ছে।’ ‘আমাদের সেই বক্ররেখাটি উল্টাতে হবে, তিনি যোগ করেন এবং উল্লেখ করেছেন যে শুক্রবার আরও ৭৬টি আগুন জ্বলেছিল। কর্মকর্তাদের মতে, দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মে স্থানীয় তাপমাত্রা ৪০ সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় শনিবার আরও ১৬টি দাবানল ছড়িয়ে পড়ে। জরুরি আদেশের আওতায় থাকা অল্প জনবসতিপূর্ণ তিনটি অঞ্চলে অনেক খামার রয়েছে, যেখানে রপ্তানির জন্য আঙ্গুর, আপেল এবং বেরি চাষ করা হয়। পাশাপাশি বনভূমির বিস্তৃত অংশ এটি। কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল এবং ভেনিজুয়েলার সরকার বিমান এবং অগ্নিনির্বাপক বাহিনীসহ সাহায্যের প্রস্তাব দিয়েছে। শুক্রবার লা আরাউকানিয়ায় একটি জরুরি সহায়তা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। কর্মকর্তাদের মতে, এতে এর পাইলট এবং একজন মেকানিক নিহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, সান্তিয়াগো থেকে ৩১০ মাইল দক্ষিণে অবস্থিত বায়োবিওর সান্তা জুয়ানা শহরে ১১ জন বা হতাহতের প্রায় অর্ধেক মারা গেছে। আরাউকানিয়া অঞ্চলের পুরেন শহরের কাছে আগুন থেকে পালিয়ে আসা ক্যারোলিনা টরেস বলেন, ‘আমার যা ছিল তা নিয়েই আমি চলে গিয়েছিলাম।’ রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।