মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘদিন ধরেই প্রসাধন পণ্যগুলোর বিক্রি কম ছিল। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় মাস্ক নীতি শিথিল করায় এসবের বিক্রি বেড়েছে। দেশটিতে বিদেশী বিউটি ব্র্যান্ডের আমদানিকারক শিনসেগা ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড। শিনসেগা ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিলাসী মেকআপ ব্র্যান্ড আওয়ারগ্লাসের বিক্রি বেড়েছে ১৪৯ শতাংশ। ঠিক মাস্ক নীতি শিথিল করার আগে ও পরে এমন চিত্র দেখা গেছে। এমনকি জানুয়ারিতে যে পরিমাণ পণ্য বিক্রি হয়েছে তা এক বছর আগের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি। বিভিন্ন ধরনের প্রসাধনীর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হাইলাইটার, ব্লাশার, লিপবাম, কনসিলার। আরেকটি বড় ব্র্যান্ড ইয়ুনজ্যাকের তথ্য বলছে, জানুয়ারিতেই বিক্রি বেড়েছে ৭১ দশমিক ৬ শতাংশ। আর তার বেশির ভাগই বেড়েছে বেজ মেকআপ পণ্য, যেমন সানব্লক বা কনসিলারের ক্ষেত্রে। দক্ষিণ কোরিয়ার কসমেটিক ব্র্যান্ড ভিদিভিসিতেও বেজ মেকআপ পণ্য বিক্রিতে বেশ প্রবৃদ্ধি দেখা দিয়েছে। শিনসেগার কর্মকর্তারা জানিয়েছে, বর্তমানে কালার কসমেটিক পণ্যের বিক্রি বাড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে যেগুলো ত্বকে উজ্জ্বল ও আর্দ্র ভাব নিয়ে আসতে পারে সেগুলোর বিক্রি বেশি বেড়েছে। বর্তমানে গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মেলাতে চেষ্টা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। দ্য কোরিয়া হেরাল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।