মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এজিয়ান সাগরে নৌকা ডুবে চার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনটিই শিশু। একজন নারী। এ সময় ৩৯ জনকে জীবিত উদ্ধার করেছে গ্রিসের কোস্টগার্ড। গ্রিক কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এজিয়ান সাগরের দক্ষিণ–পূর্বে লেরোস দ্বীপের কাছে নৌকাটি ডুবে যায়। কোস্টগার্ড একজন নারীর লাশ এবং কমপক্ষে ৩৯ জনকে জীবিত উদ্ধার করেছে। নৌকাটি তুরস্ক থেকে আসছিল। নৌকা থেকে উদ্ধার তিনটি শিশু হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কারও জাতীয়তা নিশ্চিত হতে পারে গ্রিক কোস্টগার্ড। ছোট ছোট নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপের পথে যারা পাড়ি দেন তারা মূলত এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অধিবাসী। এই অভিবাসনপ্রত্যাশীদের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশের প্রধান প্রবেশমুখ হলো- স্পেন, ইতালি এবং গ্রিস। বেশির ভাগ অভিবাসন প্রত্যাশী তুরস্ক থেকে গ্রিস হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।