Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে হাজারো বন্দির সাজা মওকুফ করলেন খামেনি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

এক সঙ্গে বিশাল সংখ্যক বন্দির সাজা মওকুফ করেছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি। ঠিক কত বন্দির সাজা কমছে ও মুক্তি দেয়া হচ্ছে তা জানানো না হলেও সংখ্যাটা লাখের কাছাকাছি হতে পারে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা। মুক্তি পাওয়া এই বন্দিদের মধ্যে আছেন চলমান সরকারবিরোধী আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়ারাও। ইরানের ইসলামি বিপ্লব বার্ষিকী উপলক্ষে এই বিপুল বন্দিকে ক্ষমা করা হয়। প্রতি বছরই এমন ঘোষণা দেয়া হয়। তবে তুলনামূলকভাবে এ বছর বেশি সংখ্যক বন্দিকে ক্ষমার আওতায় আনা হয়েছে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন বন্দিদের একটি তালিকা পাঠিয়ে তাদের ক্ষমা করতে সর্বোচ্চ নেতার কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। রোববার তিনি ঐ প্রস্তাব অনুমোদন করেন। ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ