Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান ইনডোরে ইমরানুল-শিরিন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৬ পিএম

নবম এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে খেলবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ও দ্রুততম মানবী শিরিন আক্তার। আগামী শুক্রবার থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কাজাখস্তানের আসতানায় অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সের খেলা। মঙ্গলবার সকালে ঢাকা থেকে আসতানা রওয়ানা হবেন শিরিন আক্তার। অন্যদিকে লন্ডন থেকে কাজাখস্তান পৌঁছাবেন ইমরানুর রহমান। দেশের দ্রুততম মানবী এই প্রথম ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। দু’জনই খেলবেন ৬০ মিটার স্প্রিন্টে। শিরিন ও ইমরানুরের ইভেন্ট উদ্বোধনী দিন। টুর্নামেন্টে খেলার আগে নিজের উদ্যোগে শিরিনের বিশ্ববিদ্যালয়ে (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) কোচ আবদুল্লাহ হেল কাফির কাছে দুই সপ্তাহ অনুশীলন করেছেন। টুর্নামেন্ট প্রসঙ্গে শিরিন সোমবার বলেন, ‘এই প্রথমবার আমি ইনডোর চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছি। আমার লক্ষ্য থাকবে টাইমিং যতটা ভালো করা যায়।’ লাল-সবুজের দুই অ্যাথলেটের সঙ্গে কর্মকর্তা হিসেবে যাচ্ছেন দু’জন। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু যাচ্ছেন টিম লিডার হয়ে এবং কর্মকর্তা হিসেবে যাচ্ছেন ফেডারেশনের কোষাধ্যক্ষ জামাল হোসেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ