Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে বার্সা বস জানালেন,লক্ষ্য এখনও অনেক দূর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৭ পিএম
লা লিগায় গতকালের জয়ে শীর্ষস্থান আরও মুজবুত করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সালোনা।সেভিয়ার বিপক্ষে পাওয়া ৩-০ গোলের জয়ের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে আটে নিয়েছে কাতালান ক্লাবটি।
 
তবে লিগে বড় ব্যবধানে এগিয়ে থাকলেও এখনই শিরোপার স্বপ্ন দেখতে নারাজ বার্সা বস জাভি হার্নান্দেজ। জানেন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।
 
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানালেন,এখনই কোনো কিছু নিশ্চিত নয়। একদমই নয়।আমরা অবশ্যই সুবিধাজনক অবস্থানে আছি। শীর্ষে থাকতে পারা এবং এতটা এগিয়ে থাকা অবশ্যই দারুণ। তবে এখনও অনেক পথ বাকি আছে।
 
টানা বেশ কিছু ম্যাচ আমরা অপরাজেয় এবং আজকে রাতে ভালো খেলেছি। আমি খুশি ও সন্তুষ্ট। এখন আমরা ৮ পয়েন্টে এগিয়ে। আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। তবে আবারও বলছি, এখনও অনেক অনেক কিছু বাকি আছে।
 
সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা সাতটি ম্যাচ জিতল বার্সেলোনা, ২০১৯-২০ মৌসুমের পর তাদের সবচেয়ে দীর্ঘ জয়ের ধারা এটিই।
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ