মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গয়নার দোকান থেকে চুরি গেছে বহুমূল্য হিরের নেকলেস। চারিদিকে খোঁজ খোঁজ রব! পুলিশ-নিরাপত্তারক্ষীতে সয়লাব চারিদিক। তবে বেশি পরিশ্রম করতে হল না। শোরুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই সন্ধান মিলল চোরের। গয়না চোরকে দেখতে পেয়েই ভিরমি খাওয়ার জোগাড় দোকানের কর্মী থেকে পুলিশ সকলেরই। চোরকে শুধু যে হাতকড়া পরানো যাবে না তাই-ই নয়, তাকে পাকড়াও করাই তো মুশকিল। কারণ হাই প্রোফাইল সে চুরির দায় যে দোকানে বাসা বেঁধে থাকা ইঁদুরের!
ইঁদুরের গয়না চুরি করার ঘটনার সিসিটিভি ফুটেজ নেটমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আর তা দেখে হেসে খুন নেটিজেনরা। ছোট্ট ইঁদুর, তার নাকি এত ক্ষমতা? পুলিশ, সিকিওরিটি, শোরুম-এর কর্মী, সকলকে সে একাই ঘোল খাইয়ে দিয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দোকানের ভিতর একটি তাকের ওপর ডিসপ্লে করা রয়েছে বহুমূল্য হারটি। কিছুক্ষণের মধ্যেই সেখানে উঁকিঝুঁকি মারতে দেখা যায় একটি ইঁদুরকে। তাকের ওপর থেকে কিছুক্ষণ চুপচাপ দেখে নেয় সে, হয়তো বোঝার চেষ্টা করছিল, কোন পথে গেলে চুরি করতে সুবিধা হবে। এরপরেই টুক করে তাকের ওপর নেমে আসে ল্যাজওয়ালা চোর। ডিসপ্লে করা হারটি খুলে নিয়ে নিশ্চিন্তে নিজের আস্তানায় ফেরত যান চোরবাবাজি।
টুইটারে একজন শেয়ার করেছেন ভিডিওটি। ক্যাপশনে লিখেছেন, ‘কার জন্য ও হারটা নিয়ে যাচ্ছিল?’ শেয়ার করার পর থেকেই ৩০ হাজার মানুষ দেখে ফেলেছেন সেটি। মজাদার সেই চুরির ঘটনার ভিডিওটি পছন্দ করেছেন শ-পাঁচেক মানুষ। মজার মন্তব্যে ভিডিওর কমেন্ট সেকশন ভরে উঠেছে। একজনের প্রশ্ন ‘ও কি আসন্ন ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রেমিকার জন্য হারটা নিয়ে যাচ্ছিল?’ অন্য একজন লিখেছেন, বর হোক বা ইঁদুর, সবারই একই অবস্থা! সূত্র : দ্য ওয়াল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।