Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমিককে খুঁজতে পুলিশকে ফোন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কাঁদতে কাঁদতে পুলিশকে ফোন করলেন তরুণী, ‘স্যার, প্রেমিক আমাকে ছেড়ে পালিয়ে গেছে’। কাকুতি-মিনতি করে ওই তরুণী বলেন, ‘ওকে খুঁজে দিন।’ এক তরুণীর কাছ থেকে এমন কথা শুনে কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা। তরুণীকে সান্ত¡না দিতে যাবেন, ঠিক সেই আবার ফোনের ওপার থেকে ভেসে এলো, ‘স্যার, ও আমার সঙ্গে কেন ব্রেক আপ করলো, এই কারণটাও জানতে চাইবেন দয়া করে।’ ঘটনাটি চীনের ঝেঝিয়াং প্রদেশের। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণীর ৬ বছরের প্রেমের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক আচমকাই ভেঙে দেন তার প্রেমিক। প্রেমিকের কোনও উত্তর না পেয়ে বিচলিত হয়ে পুলিশকে ফোন করেন তরুণী। তার কথা শুনে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা যা উত্তর দিয়েছেন, তা ভাইরাল হয়েছে। তরুণীর মুখ থেকে সব শোনার পর ওই পুলিশ কর্মকর্তা প্রথমেই বলেন, ‘প্রেমিককে খোঁজা কি খুবই জরুরি?’ এ কথা শুনে আবার কাঁদতে শুরু করেন তরুণী। তিনি বলেন, ‘বুঝতে পারছি না, কেন আমার সঙ্গে এরকম আচরণ করলো। সেটাই জানতে হবে আমাকে।’ পুলিশ কর্মকর্তা তরুণীকে প্রশ্ন করেন, ‘আচ্ছা, আপনার সঙ্গে যদি আগে কোনও খারাপ আচরণ করে থাকে, তারপরেও কি প্রেমিকের সঙ্গে আবার সম্পর্ক রাখতে চাইবেন? তারচেয়ে প্রেমিকের মোবাইল নম্বর ব্লক করে দিন। ওর সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করুন। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ