Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে পুলিশের গাড়িতে টিটিপি হামলায় হতাহত ২৯

সেনাবাহিনী নিয়ে ঠাট্টা করলে কারাবাস-জরিমানা, উইকিপিডিয়া নিষিদ্ধ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের ভ্যানে এক আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। একইসাথে ২৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য ও অন্যজন বেসামরিক নাগরিক। রোববার বালুচিস্তানের রাজধানী কোয়েটার বুলেলি শহরে এ ঘটনা ঘটে। পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা যায়, উগ্রবাদীরা কোয়েটার বুলেলি শহরে একটি পুলিশের ভ্যানকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে। ভ্যানটি শহরের পোলিও টিকাদান কর্মসূচির পাহাদারির কাজে নিযুক্ত ছিল। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা ও একটি শিশু নিহত হয়। এছাড়া ২২ জন পুলিশ ও পাঁচজন বেসামরিক নাগরিক গুরুতর আহত হন। এ ঘটনায় হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। কোয়েটা পুলিশের উপ-মহাপরিদর্শক গোলাম আজফার মাহেসার বলেন, ‘এ ঘটনায় একজন পুলিশ সদস্য ও একটি শিশু নিহত হয়েছে। এছাড়া ২২জন পুলিশসহ মোট ২৭ জন আহত হয়েছে।’ পাকিস্তানে বিশ্বকোষ বা উইকিপিডিয়া নিষিদ্ধ করা হয়েছে। দেশটির টেলিকমিউনিকেশন অথরিটির কাছে (পিটিএ) ‘ধর্মীয় বিদ্বেষমূলক’ মনে হওয়া কন্টেন্টগুলো সরিয়ে দেওয়ার নির্দেশ না মানায় এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। শনিবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এসব তথ্য জানায়। এদিন পাকিস্তান থেকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে উইকিপিডিয়ায় ঢোকা সম্ভব হয়নি। পিটিএ মুখপাত্র মালাহাত ওবাইদ বলেন, নির্দেশনা না মানায় প্রাথমিকভাবে উইকিপিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। তবে যদি উইকিপিডিয়া কর্তৃপক্ষ নির্দিষ্ট ওই কন্টেন্টগুলো মুছে দেয়, তাহলে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। জানা যায়, নিষিদ্ধ করার ৪৮ ঘণ্টা আগে পাকিস্তানে উইকিপিডিয়ায় প্রবেশাধিকার সীমিত করে দেওয়া হয়েছিল। পরে এটিকে পুরোপুরি নিষিদ্ধ করা দেওয়া হয়। অপর এক খবরে বলা হয়, সেনাবাহিনী নিয়ে ঠাট্টা করলে কারাবাস-জরিমানা, আইন করছে পাকিস্তান। পাকিস্তানের ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করা সামরিক বাহিনীকে নিয়ে ঠাট্টা-রসিকতা ও কলঙ্ক লেপন বন্ধে কঠোর আইন করছে দেশটির সরকার। ভারসাম্য রক্ষা করতে অবশ্য আইনে সামরিক বাহিনীর পাশাপাশি বিচার বিভাগকেও অন্তর্ভুক্ত করা হয়েছে আইনটিতে। প্রস্তাবিত সেই আইনের খসড়া অনুযায়ী, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি পাকিস্তানের সেনাবাহিনী কিংবা বিচারবিভাগ নিয়ে সংবাদমাধ্যম-সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে ঠাট্টা-রসিকতা কিংবা কলঙ্ক লেপন করেন, সেক্ষেত্রে ওই ব্যক্তি বা গোষ্ঠীকে বিচারের আওতায় আনা হবে এবং দোষ প্রমাণিত হলো পাকিস্তানের দ-বিধি এবং কোড অব ক্রিমিনাল প্রোসিডিওর (সিআরপিসি) অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে সর্বোচ্চ ৫ বছর কারাবাসের সাজা এবং ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা অথবা উভয় দ-ে দ-িত করা যাবে। পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনটির খসড়া প্রস্তুত করেছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য কয়েকদিন খসড়াটি কেন্দ্রীয় আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। সেই কাজ শেষে আইন ও বিচার মন্ত্রণালয় ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে খসড়াটি। শিগগিরই সেটি বিল আকারে কেন্দ্রীয় মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলেই কার্যকর হয়ে উঠবে আইনটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী ও বিচারবিভাগের বিরুদ্ধে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কলঙ্কজনক, অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ বিভিন্ন আক্রমনাত্মক বক্তব্য ও পোস্ট লক্ষ্য করছেন তারা। এসব অনাকাক্সিক্ষত আক্রমণ প্রতিহত করতেই আইনটি করা হচ্ছে। ডন, টিআরটি নিউজ, জং ও অন্যান্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ