Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফের খুলে দেয়া হলো মদিনার সেই ঐতিহাসিক মসজিদ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মদিনা মুনাওয়ারায় অবস্থিত ঐতিহাসিক মসজিদ আবু বকর সিদ্দিক রা:-এর পুনঃনির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর মুসল্লিদের নামাজের জন্য খুলে দেয়া হয়েছে। শনিবার আলআরাবিয়া বিষয়টি নিশ্চিত করে। পত্রিকাটি জানায়, মসজিদে আবু বকর সিদ্দিক রা: মদিনার মসজিদে নববীর অদূরে আল-মাসলা বা আল-মানাখা এলাকায় অবস্থিত। জাজিরাতুল আরবের ঈদের নামাজ পড়া হয়- এমন ঐতিহাসিক মসজিদগুলোর একটি মসজিদে আবু বকর সিদ্দিক রা:- যেখানে রাসূল সা: ঈদের নামাজ আদায় করেছেন। মসজিদের অনন্য স্থাপত্য শৈলীকে সংরক্ষণের উদ্দেশে পুনঃনির্মাণ ও সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একইসাথে আশপাশের অন্তত ৯৩ বর্গ মিটার এলাকায় মসজিদের প্রাচীন স্থাপত্য পুনরুদ্ধার করা হয়েছে। আল-আরাবিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ