মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের রাজস্থানের কোটার জওহর নগর এলাকায় ইশানু ভট্টাচার্য নামের এক শিক্ষার্থী মারা গেছে। ব্যালকনি থেকে পড়ে মারা যান তিনি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পৌরসভার বাসিন্দা ইশানু। পেশায় ব্যবসায়ী দেবজ্যোতি ভট্টাচার্যের ছেলে তিনি। কোটা পুলিশের সার্কেল কর্মকর্তা ডিএসপি অমর সিং বলেন, বৃহস্পতিবার রাতে ইশানু এবং অন্য তিনজন বারান্দায় কথা বলছিলেন। ১১টা ১৫ মিনিটের দিকে তারা নিজেদের রুমে চলে যেতে থাকেন। ইশানু জুতো পরার জন্য হেলান দেন। হঠাৎ করেই ভারসাম্য হারিয়ে ফেলেন ইশানু। তখন নেট ছিঁড়ে যায় এবং রাস্তায় পড়ে যান। তাকে সঙ্গে সঙ্গে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কোচিংয়ের জন্য রাজস্থানের কোটায় একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন ইশানু। হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।