Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ক্রিপ্টো হ্যাকারদের হাতে চুরি ৩৮০ কোটি ডলার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ক্রিপ্টোকারেন্সি ব্যবসা থেকে গত বছর চুরি গেছে ৩৮০ কোটি ডলার। ২০২১ সালের ৩৩০ কোটি ডলারের চেয়ে যা ১৫ শতাংশ বেশি। এছাড়া ২০২০ সালের ৫০ কোটির তুলনায় তা আট গুণ বেশি। ব্লকচেইন বিশ্লেষক চেইন্যালাইসিসের সাম্প্রতিক প্রতিবেদনে তা উঠে এসেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে উত্তর কোরিয়া-সমর্থিত হ্যাকারদের পকেটে গেছে ১৭০ কোটি ডলারের ক্রিপ্টো। গত বছরের অক্টোবরে সর্বোচ্চ ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে। ৩২টি পৃথক হামলায় ওই মাসে ৭৭ কোটি ৫৭ লাখ ডলার চুরি হয়েছে। উত্তর কোরিয়া সমর্থিত হ্যাকাররা হাতিয়ে নিয়েছে ১৭০ কোটি ডলার, যা ২০২১ সালের ৪২ কোটি ৯০ লাখ ডলারের চার গুণ। ২০২২ সালকে ‘সর্বকালের সর্বোচ্চ ক্রিপ্টো হ্যাকিংয়ের বছর’ বলে অভিহিত করেছে চেইন্যালাইসিস। এর মধ্যে ৪৪ শতাংশ ঘটনার সঙ্গেই উত্তর কোরিয়ার হ্যাকাররা যুক্ত। বিশেষজ্ঞরা বলছেন, ‘অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে নিষেধাজ্ঞার শিকার দেশটির পরমাণু অস্ত্রে অর্থায়নের জন্য ক্রিপ্টো চুরির দিকে ঝুঁকছে।’ চেইন্যালাইসিসের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে উত্তর কোরিয়ার মোট রফতানি ছিল ১৪ কোটি ২০ লাখ ডলার মূল্যের পণ্য। বলার অপেক্ষা রাখে না, ক্রিপ্টোকারেন্সি হ্যাকিং দেশের অর্থনীতির একটি বড় অংশ হিসেবে দাঁড়িয়েছে। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ