Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাকওয়া অর্জনের মাধ্যমেই দুনিয়া-আখেরাতে কল্যাণ

মুফতী সৈয়দ ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৭ পিএম

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, তাকওয়া অর্জনের মাধ্যমেই দুনিয়া-আখেরাতে কল্যাণ বয়ে আনবে। মহান আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে তাকওয়াভিত্তিক জীবন যাপন করতে হবে। মানুষের কল্যাণে সর্বদা জাগ্রত থাকতে হবে। গুনামুক্ত জীবন-যাপনে অভ্যাস গড়ে তুলতে হবে। পবিত্র কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাতে হবে। শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর নরসিংপুরস্থ হাজী শরীয়াত উল্লাহ তাহফিজ আল কুরআনুল কারীম মাদরাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এসব কথা বলেন। আলহাজ গিয়াস উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এতে আরো ওয়াজ করেন, বাহাদুরপুর পীরজাদা মাওলানা মবিন উদ্দিন আহমাদ নওশীন মিয়া, মাওলানা ক্বারী আমানুল্লাহ সিদ্দিকী,মাওলানা মুফতী আব্দুস সবুর কাসেমী, মাওলানা মুফতী বিলাল হুসাইন, মাওলানা ইবরাহিম খলিল, সাবেক প্রিন্সিপাল মাওলানা শাহজাহান, মুফতী মোখতার হুসাইন, ইমাম মাওলানা ইসমাঈল হোসেন সিরাজী ও মুফতী রহমত উল্লাহ ফরিদী। এতে আরো উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহসভাপতি আলহাজ আব্দুর রহমান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় দাওয়া ও প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, ইশা আন্দোদলনের নেতা ওমর ফারুক, কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ শামীম আহম্মেদ ও অত্র মাদরাসার মোতাওয়াল্লী মো. আমির হোসেন।
মুফতী ফয়জুল করীম বলেন, দেশের মাদরাসাগুলো আলোকিত মানুষ তৈরি করছে। প্রত্যেক পিতা-মাতাদের তাদের সন্তানদের দ্বীনি শিক্ষা দিতে হবে। সমাজের যুবকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে দেশ জাতি ইসলামের খেদমতে আত্মনিয়োগ করতে হবে। পরে মুফতী ফয়জুল করীম মাদরাসার উন্নয়নে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।



 

Show all comments
  • A Rahim ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৮ পিএম says : 0
    সুন্দর উপদেশ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ